Vivo আনছে বিশ্বের সবথেকে হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন, ফিচার্সেও বড় চমক

চলতি মাসেই Vivo Pad 3 সিরিজের ট্যাবের পাশাপাশি Vivo X Fold 3 সিরিজের ফোল্ডেবল ফোনগুলি লঞ্চ হয়ে যাবে বলে শোনা যাচ্ছে। গতকাল টপ-এন্ড মডেল, Vivo…

চলতি মাসেই Vivo Pad 3 সিরিজের ট্যাবের পাশাপাশি Vivo X Fold 3 সিরিজের ফোল্ডেবল ফোনগুলি লঞ্চ হয়ে যাবে বলে শোনা যাচ্ছে। গতকাল টপ-এন্ড মডেল, Vivo X Fold 3 Pro-এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি প্রকাশ্যে এসেছে। আর আজ, ওই একই সূত্র থেকে স্ট্যান্ডার্ড Vivo X Fold 3-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয় গিয়েছে। এই ফোল্ডেবলটি কি কি অফার করতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক৷

Vivo X Fold 3-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) তার একটি ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট) পোস্টে দাবি করেছেন যে, ভিভো এক্স ফোল্ড ৩ হবে ইন্ডাস্ট্রির সবচেয়ে পাতলা এবং সবচেয়ে হালকা বড় স্ক্রিন যুক্ত বুক-স্টাইলের ফোল্ডেবল ফোন। আগের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ওজন ২২০ গ্রাম থেকে ২৩০ গ্রামের মধ্যে হবে।

টিপস্টার প্রকাশ করেছেন যে, ভিভো এক্স ফোল্ড ৩-এ ২,৭৪৮ x ১,১৭২ পিক্সেলের রেজোলিউশন এবং এলটিপিও (LTPO) প্রযুক্তি সহ ৬.৫৩ ইঞ্চির কভার স্ক্রিন থাকবে। এটি ক্রিস্টাল-সেরামিক গ্লাসের একটি স্তর দ্বারা সুরক্ষিত থাকবে। আবার ভিভো এক্স ফোল্ড ৩-এর ভিতরে ৮.০৩ ইঞ্চির অভ্যন্তরীণ ফোল্ডেবল স্যামসাং অ্যামোলেড ই৭ (Samsung AMOLED E7) স্ক্রিন থাকবে, যা ২,৪৮০ x ২,২০০ পিক্সেলের রেজোলিউশন এবং এলটিপিও প্রযুক্তি, ৩,০০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস এবং একটি ইউটিজি গ্লাস কভার অফার করবে। ভিভো এক্স ফোল্ড ৩-এর ডিসপ্লেতে আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে নাকি এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত করা হবে, তা জানা যায়নি।

পারফরম্যান্সের জন্য, Vivo X Fold 3 ফোনটিতে Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট ব্যবহার হবে বলে জানা গেছে। তবে, র‍্যাম এবং স্টোরেজ সম্পর্কে কোনও তথ্য এখনও উপলব্ধ নেই। অন্যান্য রিপোর্ট অনুসারে, এতে ৫,৬০০ এমএএইচ বা ৫,৭০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যা ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে৷ ডিভাইসটিতে ওয়্যারলেস চার্জিংয়ের জন্য সাপোর্টের অভাব থাকবে।

ফটোগ্রাফির জন্য, Vivo X Fold 3-এর কভার ডিসপ্লেতে একটি ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত থাকবে বলে জানা গেছে এবং ভিতরের স্ক্রিনে একই মেগাপিক্সেলের আরেকটি ক্যামেরা দেখা যেতে পারে। ব্যাকে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের OV50H প্রাইমারি ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা অবস্থান করবে, যা ৪০x পর্যন্ত ডিজিটাল জুম সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন