Ola Electric স্কুটারে চলে এল আকর্ষণীয় আপডেট, পছন্দ হবে ছেলে-মেয়ে সকলের

নিত্যনতুন চমক দেওয়ার ক্ষেত্রে ওলা ইলেকট্রিকের (Ola Electric) জবাব নেই। ফেব্রুয়ারিতে তাদের বিপুল সংখ্যক ই-স্কুটারের রেজিস্ট্রেশন হয়েছে। আর নতুন মাস শুরু হতেই এখন S1 X…

নিত্যনতুন চমক দেওয়ার ক্ষেত্রে ওলা ইলেকট্রিকের (Ola Electric) জবাব নেই। ফেব্রুয়ারিতে তাদের বিপুল সংখ্যক ই-স্কুটারের রেজিস্ট্রেশন হয়েছে। আর নতুন মাস শুরু হতেই এখন S1 X ইলেকট্রিক স্কুটার রেঞ্জে একঝাঁক আকর্ষণীয় ডুয়েল-টোন কালার অপশন যুক্ত করল তারা। ডিজাইনে আরও সতেজ ভাব এনে ক্রেতাদের আকৃষ্ট করতেই ওলার এই অন্যতম পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

S1 X-এর ডুয়েল টোন কালার লঞ্চ করল Ola

Ola S1 X এখন মিলবে পাঁচটি ডুয়েল টোন কালার অপশনে – ফাঙ্ক, স্টিলার, রেড ভেলোসিটি, ভগ এবং মিডনাইট। এই নয়া রঙগুলি সিঙ্গেল টোন কালার নিয়ে ক্রেতাদের একঘেয়েমি দূর করবে বলে মনে করছে ওলা। তবে কালার অপশন ছাড়া স্কুটারগুলিতে অন্য কোন আপডেট দেওয়া হয়নি।

Ola তাদের S1 X মডেলটি ২.৭ কিলোওয়াট ইলেকট্রিক মোটর সমেত অফার করে। প্রতি ঘন্টায় ৯০ কিলোমিটার গতিবেগ তুলতে সক্ষম। তবে এই স্কুটার বিভিন্ন ব্যাটারি ভ্যারিয়েন্টে বিক্রি করা হয়। ২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক মডেলটি ফুল চার্জের ৯৫ কিলোমিটার পথ অতিক্রম করে। যেখানে তিন কিলোওয়াট আওয়ার ব্যাটারি ব্যাক পুরোপুরি চার্জে ১৫১ কিলোমিটার রেঞ্জ দেয় বলে দাবি।

Ola S1 X-এর টপ ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে সর্বোচ্চ ক্ষমতার ব্যাটারি অর্থাৎ ৪ কিলোওয়াট আওয়ার ইউনিট। এটি সম্পূর্ণ চার্জ থাকলে ১৯০ কিলোমিটার পথ চলতে সক্ষম। প্রসঙ্গত, সম্প্রতি ওলা তাদের ইলেকট্রিক স্কুটারে ডিসকাউন্টের মেয়াদ বাড়িয়ে ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত ঘোষণা করেছে।