ঘটলো জল্পনার অবসান, আরবে নাকি ভারতে? কোথায় হবে আইপিএলের দ্বিতীয়ার্ধ, সামনে এলো সঠিক তথ্য

আইপিএল (IPL 2024) শুরু হতে হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। প্রথম ২১ টি ম্যাচের সময়সূচি প্রকাশ করা হলেও, এখনো প্রকাশিত হয়নি দ্বিতীয় পর্বের সময়সূচি। লোকসভা…

আইপিএল (IPL 2024) শুরু হতে হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। প্রথম ২১ টি ম্যাচের সময়সূচি প্রকাশ করা হলেও, এখনো প্রকাশিত হয়নি দ্বিতীয় পর্বের সময়সূচি। লোকসভা নির্বাচন থাকায় এখনো দ্বিতীয় পর্বের সময়সূচি ঘোষণা করেনি বিসিসিআই (BCCI)। শনিবার তথা আজ লোকসভা নির্বাচনের (Lokshaba Election) সূচি ঘোষণা করবে নির্বাচন কমিশন। কিন্তু তার আগেই আইপিএলকে নিয়ে ক্রিকেট মহলে নানারকম জল্পনার সৃষ্টি হয়েছে।

আজ সকালেই টাইমস অফ ইন্ডিয়ার সূত্র থেকে জানা গিয়েছিল, ভারতের অনুষ্ঠিত হবে না দ্বিতীয় পর্বের আইপিএল। ৭ এপ্রিল পর্যন্ত প্রকাশিত সময়সূচি শেষ হওয়ার পর বাকি ম্যাচ গুলি ভারত থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে সংযুক্ত আরব আমিরাতে। শোনা যাচ্ছিলো, এই খবর আসা মাত্র প্রত্যেকটি ফ্র‍্যাঞ্চাইজি তাদের দলের ক্রিকেটারদের থেকে পাসপোর্ট চাওয়ার কাজ শুরু করে দিয়েছে। কিন্তু তার ঘন্টা খানেক পরেই এই খবর নিয়ে উঠে এল বড় আপডেট।

পরবর্তী আপডেট যা এসেছে, তাতে খুব খুশি ভারতীয় ক্রিকেটভক্তরা। কারণ সূত্র মোতাবেক জানা গেছে, আইপিএল ২০২৪ এর দ্বিতীয় পর্ব সংযুক্ত আরব আমিরাতে নয় বরং ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে। একটি সূত্র অনুযায়ী এই খবর নিশ্চিত করেছে বিসিসিআই। যা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মুখের হাসি চওড়া করে দিয়েছে। নিজেদের শহরে বসেই নিজের পছন্দের দলের খেলা উপভোগ করতে পারবেন তারা।

এই বিষয়ে খবর এলেও, কবে প্রকাশিত হবে আইপিএল ২০২৪ এর দ্বিতীয় পর্বের সূচি, তা এখনো নিশ্চিত হয়নি। তবে খুব শীঘ্রই দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা করবে বিসিসিআই। সম্ভবত, লোকসভা নির্বাচনের সূচি হাতে পেলেই, পরের দফার সূচি ঘোষণার কাজ শুরু করে দেবে বিসিসিআই। ওই সূচির জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন ক্রিকেটপ্রেমী মানুষরা।