বাইকে লাদাখ যাওয়ার স্বপ্ন? হাজির Suzuki V-Strom, কলকাতায় দাম কত জেনে নিন

সম্প্রতি ক্রেতাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হয়েছে Suzuki V-Strom 800DE। অ্যাডভেঞ্চার মডেল হিসেবে এর ডিজাইন যে কোনো বাইকপ্রেমীকে আকৃষ্ট করবে। সুজুকি তাদের এই বাইকটির…

সম্প্রতি ক্রেতাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হয়েছে Suzuki V-Strom 800DE। অ্যাডভেঞ্চার মডেল হিসেবে এর ডিজাইন যে কোনো বাইকপ্রেমীকে আকৃষ্ট করবে। সুজুকি তাদের এই বাইকটির দাম রেখেছে 10.30 লক্ষ টাকা (এক্স-শোরুম)। কিন্তু মোটরসাইকেলটির অন-রোড প্রাইস কত, সেই নিয়ে উৎসাহী ক্রেতাদের মনে প্রশ্ন দেখা দিয়েছে। ফলত নেট মাধ্যমের দ্বারস্থ হয়েছেন বহু ক্রেতা। তাই এই প্রতিবেদনে দেশের দশটি বড় শহরে V-Strom 800DE-এর আসল দাম কত পড়বে, সেই নিয়ে আলোচনা রইল।

ভারতে Suzuki V-Strom 800DE-এর অন-রোড প্রাইস

মুম্বাই – 12.81 লাখ টাকা
বেঙ্গালুরু – 12.82 লাখ টাকা
দিল্লী – 11.57 লাখ টাকা
পুণে – 12.81 লাখ টাকা
নভি মুম্বাই – 12.81 লাখ টাকা
হায়দ্রাবাদ – 11.99 লাখ টাকা
আমেদাবাদ – 11.37 লাখ টাকা
কলকাতা – 11.78 লাখ টাকা

উপরে দেখা যাচ্ছে, Suzuki V-Strom 800DE-এর সবচেয়ে কম দাম আমেদাবাদে, এবং সবচেয়ে বেশি মূল্য বেঙ্গালুরু, কলকাতা ও দিল্লিতে। এক্স-শোরুম দামের সাথে বীমা এবং আরটিও চার্জ যুক্ত হওয়ার পর অন-রোড প্রাইস ধার্য হয়েছে। তাই ডিলার এবং রাজ্য ভেদে এর পরিমাণ আলাদা হয়।

বাজারে Suzuki V-Strom 800DE-এর প্রতিদ্বন্দ্বী মডেল হিসেবে আছে – Honda XL750 Transalp, Kawasaki Versys 650, BMW F 850 GS ও Triumph Tiger 900। প্রথমটি প্রতিপক্ষের তুলনায় V-Strom 800DE 70,000 টাকা সস্তা।

হাই-পারফরম্যান্সের জন্য Suzuki V-Strom 800DE-তে দেওয়া হয়েছে একটি 776 সিসি প্যারালাল টুইন, লিকুইড কুল্ড ইঞ্জিন। এটি থেকে উৎপন্ন হবে 84 বিএইচপি শক্তি এবং 78 এনএম টর্ক। গতির সাথে সামঞ্জস্য রাখতে রয়েছে 6-স্পিড গিয়ারবক্স এবং বাই-ডিরেকশনাল কুইক শিফ্টার। এছাড়া রয়েছে অ্যাডজাস্টেবল সাসপেনশন এবং সামনে ও পেছনে টুইন ডিস্ক।