GT vs SRH: দুরন্ত SRH-কে শান্ত করল শুভমানরা, একতরফাভাবে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় জয় গুজরাটের

আজ আইপিএল ২০২৪ (IPL 2024) এর ১২ তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad) মতো শক্তিশালী দলকে হারিয়ে জয়লাভ করলো গতবারের রানার্স আপ দল গুজরাট টাইটান্স…

আজ আইপিএল ২০২৪ (IPL 2024) এর ১২ তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad) মতো শক্তিশালী দলকে হারিয়ে জয়লাভ করলো গতবারের রানার্স আপ দল গুজরাট টাইটান্স (Gujarat Titans)। আজ ৭ উইকেটে প্যাট কামিন্সদের হারালো শুভমান গিলরা। এই জয় গিলের অধিনায়কত্বে গুজরাটের দ্বিতীয় জয়। এই জয়ের সাথেই পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এল গুজরাট টাইটান্স।

আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাট করতে নেমে আমেদাবাদের গরমে স্কোরবোর্ডে ১৬২ রান তোলে তারা। যার মধ্যে অভিষেক শর্মা (২৯ রান), হেনরিখ ক্লাসেন (২৪ রান), শাহবাজ আহমেদ (২২ রান) এবং আব্দুল সামাদ (২৯ রান) গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। এছাড়া বল হাতে গুজরাটের হয়ে তিন উইকেট নিয়েছেন মোহিত শর্মা।

গুজরাট টাইটান্সকে এই ম্যাচ জিততে প্রয়োজন ছিল ২০ ওভারে ১৬৩ রান। যা তাড়া করতে ওপেনে আসেন গুজরাটের অধিনায়ক শুভমান গিল এবং ঋদ্ধিমান সাহা। দুজনে মিলে শুরুটা খুব ভালো করলেও সাহা আউট হয়ে যান মাত্র ১৩ বলে ২৫ রান বানিয়ে। তাকে ফেরান শাহবাজ আহমেদ। অন্যপ্রান্তে শুভমান তখনও টিকে ছিলেন। এরপর সাই সুদর্শন ব্যাটে এসে বেশ ভরসাযোগ্যভাবে ইনিংসটিকে এগিয়ে নিয়ে যান। কিছুক্ষণ পর শুভমান মায়াঙ্ক মার্কান্ডের বলে নিজের উইকেট হারান।

তারপর সুদর্শনের সাথ দিতে ক্রিজে আসেন ডেভিড মিলার। দুজনে মিলে ৪২ বলে ৬৪ রানের পার্টনারশিপ করেন। এরপর সুদর্শন ৪৫ রান করে প্যাট কামিন্সের শিকার হন। সুদর্শন আউট হওয়ার পর ক্রিজে আসেন বিজয় শংকর। শেষপর্যন্ত মিলার এবং শংকর জুটি ম্যাচটি অনায়াসে গুজরাটের দিকে নিয়ে যান। মিলারের ২৭ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস এবং শংকরের ১৪ রানের দৌলতে ম্যাচটি ৭ উইকেট জয়লাভ করে গুজরাট টাইটান্স।

গুজরাট টাইটান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের স্কোরকার্ড (Gujarat Titans vs Sunrisers Hyderabad Match Scorecard):

সানরাইজার্স হায়দ্রাবাদ: ১৬২/৮ (২০ ওভার)

গুজরাট টাইটান্স: ১৬৮/৩ (২০ ওভার)

ম্যাচটি গুজরাট টাইটান্স ৭ উইকেটে জয়লাভ করেছে।