তিনটি নতুন 5G ফোন আনতে চলেছে Vivo, জলদি চার্জ করার জন্য মিলবে ফাস্ট চার্জার

গত মাসে ভিভো (Vivo) তাদের কিছু নতুন ডিভাইস চীনে লঞ্চ করছে, যার মধ্যে রয়েছে Vivo X Fold 3 সিরিজের স্মার্টফোন এবং Vivo Pad 3 Pro…

গত মাসে ভিভো (Vivo) তাদের কিছু নতুন ডিভাইস চীনে লঞ্চ করছে, যার মধ্যে রয়েছে Vivo X Fold 3 সিরিজের স্মার্টফোন এবং Vivo Pad 3 Pro ট্যাব। বর্তমানে শোনা যাচ্ছে যে ব্র্যান্ডটি এই ত্রৈমাসিকে Vivo X100s, Vivo X100s Pro, Vivo X100 Ultra এবং Vivo Pad 3 রিলিজের পরিকল্পনা করছে৷ জল্পনা বাড়িয় এখন ভিভোর কয়েকটি নতুন ফোন 3C (CCC) সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে অনুমোদন পেয়েছে।

Vivo V2354A, V2353A, V2353DA ফোনের ওপর কাজ চলছে

Vivo V2353A, V2353DA, এবং V2354A মডেল নম্বর সহ তিনটি নতুন ভিভো ফোন চায়না কম্পালসারি সার্টিফিকেশন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। তিনটিই 5G স্মার্টফোন এবং সার্টিফিকেশন অনুযায়ী এগুলিকে V4440L0A0-CN / V4440L0E0-CN চার্জার সহ পাঠানো হতে পারে, যা 44 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷

তাই মনে করা হচ্ছে যে, V2353A, V2353DA এবং V2354A – মডেল তিনটি একই সিরিজে অন্তর্ভুক্ত মিড-রেঞ্জের ফোন হতে পারে। খুব সম্ভবত, এই হ্যান্ডসেটগুলি ভিভোর ওয়াই-সিরিজের অধীনে বাজারে পা রাখবে। তবে চার্জিং স্পিড ছাড়া এই মুহূর্তে ফোনগুলির অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে আর কোনও তথ্য উপলব্ধ নেই।

অন্যদিকে, ভিভোর সাব-ব্র্যান্ড আইকো চীনে এই মাসে চারটি নতুন ডিভাইস ঘোষণা করবে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে iQOO Z9x, iQOO Z9, iQOO Z9 Turbo এবং iQOO Pad 2 ট্যাব। সাম্প্রতিক রিপোর্ট নির্দেশ করে যে, Z9 সিরিজের তিনটি ফোনে যথাক্রমে Qualcomm Snapdragon 6 Gen 1, Snapdragon 7 Gen 3 এবং Snapdragon 8+ Gen 3 চিপসেট ব্যবহৃত হবে৷

এছাড়াও, দাবি করা হচ্ছে যে iQOO Pad 2 ট্যাবটি MediaTek Dimensity 9300-চালিত Vivo Pad 3 Pro-এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে। সংস্থা একটি Snapdragon 8 Gen 3-চালিত ফোনের ওপরও কাজ করছে বলে জানা গেছে, যা iQOO Neo 10 সিরিজের অংশ হিসেবে লঞ্চ হতে পারে।