RCB vs LSG: আজ রাহুলদের মুখোমুখি বিরাটরা, হাইভোল্টেজ ম্যাচে কেমন হবে দুই দলের একাদশ?

আজ আইপিএল ২০২৪ (IPL 2024) এর ১৫ তম ম্যাচ। আজ এই ১৫ তম ম্যাচে একে অপরের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনউ সুপার জায়েন্টস…

আজ আইপিএল ২০২৪ (IPL 2024) এর ১৫ তম ম্যাচ। আজ এই ১৫ তম ম্যাচে একে অপরের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনউ সুপার জায়েন্টস (Royal Challengers Bengaluru vs Lucknow Super Giants)। ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। এই নিয়ে ঘরের মাঠে তৃতীয় ম্যাচ খেলতে চলেছে আরসিবি। ইতিমধ্যে ২ টি ম্যাচ হেরে গেলেও, ঘরের মাঠের সুবিধা নিয়ে আজ জিততে চাইবে বিরাট কোহলিরা।

আবহাওয়া রিপোর্ট (Weather Report):

আজ আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী, বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা মাত্র ১ শতাংশ। তাই বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা নেই বললেই চলে। তাপমাত্রা থাকবে ২৭-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়া আর্দ্রতার পরিমান থাকবে ৭০ শতাংশ। যার কারণে কুয়াশার সৃষ্টি হবে। ২০ কিমি প্রতিঘন্টা বেগে বাতাসও বইবে।

পিচ রিপোর্ট (Pitch Report):

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ বরাবরই ব্যাটিং সুলভ। ছোট গ্রাউন্ড হওয়ায় এখানে বেশিরভাগ ক্ষেত্রে হাই স্কোরিং ম্যাচ হয়ে থাকে। তবে কিছু সময়ে পেসাররা ভালো সুবিধা পেয়ে থাকেন এই পিচে। অন্যদিকে কুয়াশা পড়ার কারণে, দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলের কিছুটা সুবিধা হবে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ (Probable XI Of RCB):

ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, মহীপাল লোমরর, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, অনুজ রাওয়াত (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, সুয়াশ প্রভুদেশাই (ইম্প্যাক্ট), রিস টপলি, মায়াঙ্ক ডাগার, মহম্মদ সিরাজ, যশ দয়াল (ইম্প্যাক্ট)।

লখনউ সুপার জায়েন্টসের সম্ভাব্য একাদশ (Probable XI Of LSG):

কেএল রাহুল (অধিনায়ক এবং উইকেটরক্ষক), কুইন্টেন ডি কক, দেবদূত পাডিক্কল (ইম্প্যাক্ট), আয়ুশ বাদোনি, নিকোলাস পুরান, মার্কাস স্টইনিস, ক্রুনাল পান্ডিয়া, রবি বিষ্ণোই, মোহসিন খান, মায়াঙ্ক যাদব, নবীন উল হক (ইম্প্যাক্ট)।