Redmi Turbo সিরিজের প্রথম ফোনে থাকবে 16 জিবি র‍্যাম, বড় চমক স্পেসিফিকেশনেও

শাওমি সম্প্রতি চীনে Redmi Turbo 3 আগমনের বিষয়ে নিশ্চিত করেছে, যা কোম্পানির নতুন Redmi Turbo স্মার্টফোন সিরিজের সূচনাকে চিহ্নিত করে। অফিসিয়াল লঞ্চের আগে, আসন্ন Redmi…

শাওমি সম্প্রতি চীনে Redmi Turbo 3 আগমনের বিষয়ে নিশ্চিত করেছে, যা কোম্পানির নতুন Redmi Turbo স্মার্টফোন সিরিজের সূচনাকে চিহ্নিত করে। অফিসিয়াল লঞ্চের আগে, আসন্ন Redmi Turbo 3-কে এখন গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে, যা এর পারফরম্যান্সের পাশাপাশি কিছু স্পেসিফিকেশনও প্রকাশ করেছে।

Redmi Turbo 3 হাজির Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে

24069RA21C মডেল নম্বর সহ রেডমি টার্বো 3 ফোনটি গিকবেঞ্চ (ভার্সন 6.2.2) ডেটাবেসে উপস্থিত হয়েছে। ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 1,981 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 5,526 পয়েন্ট অর্জন করেছে। সেখানে প্রসেসরটির মূল আর্কিটেকচার দেখে একে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 বলে অনুমান করা হচ্ছে। এই রেডমি ফোনে 16 জিবি র‍্যাম মিলবে এবং অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে রান করবে বলে জানা গেছে।

শাওমি জানিয়েছে যে, রেডমি টার্বো 3 ফোনটি তাদের নতুন পারফরম্যান্স-কেন্দ্রিক লাইনআপের মধ্যে একটি মিড-রেঞ্জ ডিভাইস হিসাবে অবস্থান করবে। আগে, টার্বো ব্র্যান্ডিংয়ের সাথে আসা স্মার্টফোনগুলি রেডমি নোট সিরিজের অংশ ছিল, যার সর্বশেষ মডেল হল রেডমি নোট 12 টার্বো। তবে, কোম্পানি এখন তাদের লাইনআপটি পুনর্গঠনের মাধ্যমে টার্বো-ব্র্যান্ডের ফোনগুলিকে নিয়ে একটি স্বতন্ত্র সিরিজ তৈরি করছে। অন্যদিকে, নোট সিরিজটি বৃহত্তর গ্রাহকদের মধ্যে ফ্ল্যাগশিপ বৈশিষ্ট্যগুলিকে জনপ্রিয় করার লক্ষ্যে মিড-রেঞ্জের ফোন সরবরাহের দিকে ফোকাস করবে বলে শোনা যাচ্ছে।

উল্লেখ্য, রেডমি টার্বো 3-ই গত মাসে চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছিল এবং জানা গিয়েছে যে, এটি 90 ওয়াট চার্জিং স্পিড সাপোর্ট করবে। অন্যান্য স্পেসিফিকেশনের ক্ষেত্রে, Redmi Turbo 3-এ 5,000 এমএএইচ ব্যাটারি এবং 1.5K ওলেড (OLED) ডিসপ্লে থাকতে পারে। Redmi Turbo 3 এমাসের শেষের দিকে চীনে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। ফোনটি গ্লোবাল মার্কেটে Poco F6 হিসেবে লঞ্চ হতে পারে।