সোমবারেই অপেক্ষার ইতি! বাংলা নববর্ষে বড় ঘোষণা করতে চলেছে Hero MotoCorp

2024-এর ফেব্রুয়ারি’তে ভারতের বাজারে জাঁকজমকপূর্ণভাবে লঞ্চ হয়েছিল Hero Mavrick 440। এটি হিরো মোটোকর্পের (Hero MotoCorp) সবচেয়ে পাওয়ারফুল ও দামি বাইক। সংস্থার এই ফ্ল্যাগশিপ মডেলটি Harley-Davidson…

2024-এর ফেব্রুয়ারি’তে ভারতের বাজারে জাঁকজমকপূর্ণভাবে লঞ্চ হয়েছিল Hero Mavrick 440। এটি হিরো মোটোকর্পের (Hero MotoCorp) সবচেয়ে পাওয়ারফুল ও দামি বাইক। সংস্থার এই ফ্ল্যাগশিপ মডেলটি Harley-Davidson X440-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে। আগামী 15 এপ্রিল থেকে Mavrick 440 ডেলিভারি শুরু হচ্ছে বলে আজ ঘোষণা করেছে হিরো।

Hero Mavrick 440 তিনটি ভ্যারিয়েন্টে অফার করা হয় – বেস, মিড ও টপ। এগুলির দাম যথাক্রমে 1.99 লক্ষ, 2.14 লক্ষ ও 2.24 লক্ষ টাকা (এক্স-শোরুম)। বাইকটির বুকিং চলছে। এটি হিরোর প্রিমিয়া (Premia) ডিলারশিপ থেকেই কেবলমাত্র কেনা যাবে। যারা 15 মার্চের আগে এটি বুক করেছেন, তারা 10,000 টাকার অ্যাক্সেসরিজ এবং মার্চেন্ডাইজ পেয়েছেন।

Hero Mavrick 440 আদতে একটি রোডস্টার বাইক। এতে রয়েছে পেশীবহুল ফুয়েল ট্যাঙ্ক এবং আধুনিক ও রেট্রো এলিমেন্টের সহাবস্থান। এতে দেওয়া হয়েছে মেটাল শ্রাউড ও ফেন্ডার। উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে এতে উপস্থিত এলইডি, ডিজিটাল স্পিডোমিটার, যা নেগেটিভ ডিসপ্লে ও ব্লুটুথ কানেক্টিভিটি অফার করে।

Hero Mavrick 440 – ইঞ্জিন ও গিয়ারবক্স

Mavrick 440-এ Harley-Davidson X440-এর ইঞ্জিন দেওয়া হয়েছে। এটি থেকে 6,000 আরপিএম গতিতে সর্বোচ্চ 27 বিএইচপি শক্তি এবং 4,000 আরপিএম গতিতে 36 এনএম টর্ক উৎপন্ন হয়। X440-এর উৎপাদিত টর্ক 2 এনএম বেশি। শহর ও হাইওয়ে’তে চলতে উপযোগী এই বাইক। ইঞ্জিনকে যোগ্য সঙ্গত দিতে রয়েছে 6-স্পিড গিয়ার সমেত স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ।

Hero Mavrick 440 – হার্ডওয়্যার

স্টিল ট্রেলিস ফ্রেমের উপর ভর করে ছুটবে Hero Mavrick 440। এতে রয়েছে 43 মিমি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং 7-স্টেপ অ্যাডজাস্টেবল টুইন রিয়ার শক। দু’দিকেই 130 মিমি ট্রাভেল। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে ডুয়েল চ্যানেল এবিএস সহ সামনে 320 মিমি এবং পেছনে 240 মিমি ডিস্ক ব্রেক উপস্থিত।