KKR vs RR Pitch Report: টেবিল টপারদের বিরুদ্ধে আজও কি একই পিচে খেলবে নাইটরা? নাকি হবে কোনো‌ বড় বদল, জেনে নিন

রবিবার আইপিএলে (IPL 2024) ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসকে হারানোর একদিনের পরেই আজ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ইডেন গার্ডেন্সে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে…

রবিবার আইপিএলে (IPL 2024) ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসকে হারানোর একদিনের পরেই আজ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ইডেন গার্ডেন্সে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে চলেছে। আজ তাদের বিপক্ষে হিসাবে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এই মরসুমের সবচেয়ে সফল দল। ফলে নাইটদের জয় তুলে নেওয়ার ক্ষেত্রে প্রথম থেকেই এগিয়ে থাকতে হবে। আজকের ম্যাচের আবহাওয়ার পূর্বাভাস এবং পিচ রিপোর্ট কী বলছে দেখে নেওয়া যাক।

কলকাতা নাইট রাইডার্স এই বছর আইপিএলে যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। তারা এখনও পর্যন্ত ৫ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে। একমাত্র তারা চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হারের সম্মুখীন হয়। তবে বর্তমানে দলের প্রায় প্রতিটি ক্রিকেটার দুরন্ত ফর্মে আছেন। শেষ ম্যাচে ওপেনার ফিল সল্ট বিধ্বংসী ব্যাটিং করে নাইট বাহিনীকে জয় এনে দিয়েছেন। অন্যদিকে রাজস্থান রয়্যালস ৬ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে জয় তুলে নিয়ে এখন পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে অবস্থান করছে। একমাত্র তারা গুজরাট টাইটান্সের কাছে ৩ উইকেটে পরাজিত হয়। তবে আজকে ইডেন গার্ডেন্সে নাইটদের ঘরের মাঠে তাদের হারানো রাজস্থানের জন্য বড়ো চ্যালেঞ্জ হতে চলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

আজ অর্থাৎ ১৬ এপ্রিল, মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি সন্ধ্যা ৭:৩০ থেকে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে।

কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের পিচ রিপোর্ট (Kolkata Knight Riders vs Rajasthan Royals Match Pitch Report):

এখনও পর্যন্ত এই বছর আইপিএলে ইডেন গার্ডেন্সে ২ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ দুই দলই ২০০-এর ওপর রান সংগ্রহ করেছিল। তবে শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে উচ্চ স্কোরিং যুক্ত ম্যাচ লক্ষ্য করা যায়নি। কিন্তু ম্যাচে ১৬১ রান তাড়া করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ১৫.৪ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয়। ফলে এই পিচে সাম্প্রতিক সময় ব্যাটসম্যানরা যথেষ্ট সুবিধা পাচ্ছেন। এই পিচের গড় স্কোর হল ১৭৫। তবে পিচে ধারাবাহিকভাবে বোলিংয়ের শৃঙ্খলা বজায় থাকলে ব্যাটসম্যানদের চাপের মুখে ফেলা যাবে। পেসারদের ম্যাচে যথেষ্ট প্রভাব থাকবে। এছাড়াও শিশিরের সম্ভাবনা না থাকায় টস জয় খুব একটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে।

কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের আবহাওয়ার পূর্বাভাস (Kolkata Knight Riders vs Rajasthan Royals Match Weather Forecast):

অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুসারে ১৬ এপ্রিল, মঙ্গলবার কলকাতার আকাশ পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকবে। ফলে ম্যাচ চলাকালীন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বিকেলের তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গেলেও ম্যাচ চলাকালীন সন্ধ্যের দিকের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে বলে মনে করা হচ্ছে। সন্ধ্যায় কলকাতার আর্দ্রতার মাত্রা ৮৫-৯০ শতাংশের কাছাকাছি থাকবে। এছাড়াও ম্যাচের সময় বাতাসের গতিবেগ গড়ে ১৬ কিমি/ঘন্টায় কাছাকাছি থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।