এও কি সম্ভব? মাত্র 7,080 টাকায় মিলছে Apple Watch Series 9 স্মার্টওয়াচ, অফার অ্যামাজনের

শুধুই আইফোন নয়, Apple কোম্পানির আধ খাওয়া আপেলের লোগোযুক্ত যেকোনো মূল্যবান ডিভাইসই বিশ্বব্যাপী বহু মানুষের প্রিয়। সেক্ষেত্রে আপনাদের মধ্যে যারা ব্র্যান্ডটির স্মার্টওয়াচ মানে Apple Watch…

শুধুই আইফোন নয়, Apple কোম্পানির আধ খাওয়া আপেলের লোগোযুক্ত যেকোনো মূল্যবান ডিভাইসই বিশ্বব্যাপী বহু মানুষের প্রিয়। সেক্ষেত্রে আপনাদের মধ্যে যারা ব্র্যান্ডটির স্মার্টওয়াচ মানে Apple Watch কব্জিতে বেঁধে রাখতে ভালোবাসেন কিংবা দীর্ঘদিন ধরে তা কেনার কথা ভাবছেন, তাদের লেটেস্ট Apple Watch Series 9 কেনার জন্য এর চেয়ে ভাল সময় আর হতে পারেনা! আসলে iPhone 15 লাইনআপের সাথে ছয় মাসেরও বেশি সময় আগে লঞ্চ হওয়া Apple Watch Series 9, এখন ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ আশ্চর্যজনক ডিসকাউন্টে উপলব্ধ হয়েছে। অফার এতটাই আকর্ষণীয় যে, এটি মাত্র 7 হাজার টাকায় পাওয়া যাবে।

ঠিক কী অফার পাওয়া যাচ্ছে Apple Watch Series 9-এ?

অ্যাপল ওয়াচ সিরিজ 9 (45 মিমি, জিপিএস এডিশন)-এর আসল দাম 44,900 টাকা, তবে অ্যামাজনের লিমিটেড টাইম অফারে এটি অবিশ্বাস্য ছাড়ে মাত্র 7,080 টাকায় কেনা যেতে পারে। তবে এর মাঝে একটি গল্প আছে – আসলে ই-কমার্স জায়ান্ট প্ল্যাটফর্মটি আধুনিক ঘড়িটিতে সরাসরি কোনো ছাড় দিচ্ছেনা। এক্ষেত্রে আগ্রহীরা অ্যাপল ওয়াচ সিরিজ 9 কেনার সময় তাদের পুরোনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে 34,150 টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। আর এই মোটা টাকা ছাড়ের পর স্মার্টওয়াচটির কার্যকর মূল্য 10,750 টাকায় নেমে আসবে৷

শুধু তাই নয়, গ্রাহকরা অ্যামাজন পে আইসিআইসিআই (Amazon Pay ICICI) ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্রানজাকশন করলে সর্বোচ্চ 3,670 টাকা অতিরিক্ত ছাড় পেতে পারেন। ফলে ভাগ্যবশত সমস্ত অফার কাজে লাগানো গেলে প্রিমিয়াম স্মার্টওয়াচটি মাত্র 7,080 টাকায় খরিদ করা যাবে।

Apple Watch Series 9-এর স্পেসিফিকেশন

অ্যাপল ওয়াচ সিরিজ 9-এ 2,000 নিটস পিক ব্রাইটনেসের ডিসপ্লে আছে এবং এটি দুটি স্ক্রিন সাইজে উপলব্ধ – 41 মিমি এবং 45 মিমি। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে A15 বায়োনিক আর্কিটেকচার-বেসড্ S9 চিপসেট। অন্যদিকে সফ্টওয়্যার ফ্রন্টে ঘড়িটি WatchOS 10-এর সাহায্যে চলবে৷ আবার স্বাভাবিক অবস্থায় এটি 18 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে, যেখানে লো পাওয়ার মোডে মিলবে 36 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ।

উপরন্তু, অন্যান্য স্মার্টওয়াচের মতোই এর আধুনিক ফাংশনগুলিও ইউজারদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাবে। যেমন, এক্ষেত্রে অ্যাপল ওয়াচ সিরিজ 9 দিয়ে ডবল-ট্যাপ জেসচার, মিউজিক প্লেব্যাক, ফোন কল, অ্যালার্ম স্নুজিং ইত্যাদি কাজ অ্যাক্সেস করা যাবে; এমনকি এটিকে ক্যামেরা রিমোট হিসেবেও কাজে লাগানো যেতে পারে।