Photo Sharing Law: ফটো বা ভিডিও শেয়ার করে জেলে যেতে পারেন, জেনে রাখুন এই আইন

এই সোশ্যাল মিডিয়ার (Social Media) যুগে বিভিন্ন প্ল্যাটফর্মে ছবি এবং ভিডিও শেয়ার করা একটি সাধারণ ঘটনা হয়ে উঠেছে। প্রতিদিন প্রায় কয়েক কোটি ছবি ও ভিডিও…

এই সোশ্যাল মিডিয়ার (Social Media) যুগে বিভিন্ন প্ল্যাটফর্মে ছবি এবং ভিডিও শেয়ার করা একটি সাধারণ ঘটনা হয়ে উঠেছে। প্রতিদিন প্রায় কয়েক কোটি ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়ে থাকে। ব্যবহারকারীরা নিয়মিত বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানের নানান রকম ছবি সকলের সঙ্গে ভাগ করে নেন। এমনকি মাঝে মাঝে কোনো কারন ছাড়াও ছবি পোস্ট করে থাকেন অনেকেই। তবে জানেন কি এমনও অনেক ছবি আছে যেগুলি পোস্ট করলে আপনার জেল হেফাজত পর্যন্ত হতে পারে। হ্যাঁ, এটি একদমই সত্যি কথা। ভারত সরকার ছবি ও ভিডিও শেয়ারের ক্ষেত্রে এমন কিছু নিয়ম তৈরি করেছে যেগুলি না মানলে কঠোর শাস্তি পেতে পারেন যে কেউ। তাই যদি আপনি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন এবং এই ধরনের সমস্যা এড়িয়ে যেতে চান তাহলে, অবশ্যই অনলাইনে ছবি এবং ভিডিও শেয়ার করার এই নিয়মগুলি জেনে নিন। কারণ, এই নিয়ম সম্পর্কে অবগত না থাকলে যেকোনো মুহূর্তে আপনি বড়সড়ো সমস্যায় পড়তে পারেন।

ভারতের ভিডিও এবং ফটো শেয়ারিং আইন

  • তথ্য প্রযুক্তি আইন ২,০০০

এই আইনটি ইলেকট্রনিক ডেটা যেমন ফটো, ভিডিও, ইলেকট্রনিক স্বাক্ষর, অনুলিপি অধিকার ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে। আর কারো অনুমতি ছাড়া এই ধরনের কোনো নথি শেয়ার করলে জেলও যেতে হতে পারে।

  • তথ্য প্রযুক্তি নিয়ম ২০২১

এই নিয়ম ইন্টারনেট প্ল্যাটফর্মগুলি দ্বারা পোস্ট করা এবং হোস্ট করা বিষয়বস্তুর সাথে সম্পর্কিত৷ এই নিয়মের অধীনে বলা হয়েছে যে, ইন্টারনেট প্ল্যাটফর্মগুলির অন্যতম দায়িত্ব হলো ব্যবহারকারীর গোপনীয়তা বজায় রাখা।

  • ইন্ডিয়ান পেনাল কোড ১৮৬০

কারোর সাথে অপরাধ মূলক কাজের জন্য তাকে শাস্তি প্রদান করার জন্য এই আইন প্রণয়ন করা হয়েছে।

  • ঘৃণাত্মক ভাষা আইন ১৯৫৬

এই আইনের অধীনে, কারোর উদ্দেশ্যে অনলাইনে গালিগালাজ বা অশালীন ভাষা ব্যবহারের জন্য শাস্তি দেওয়া যেতে পারে।

  • অপরাধ ও যৌন আক্রমণের বিরুদ্ধে নারীর সুরক্ষা আইন ২০১৩

এই আইনের অধীনে কোনো নারীকে যৌন হয়রানি এবং যৌন নিপীড়ন করলে শাস্তি প্রদান করা হবে।

  • কোন কোন ক্ষেত্রে ছবি ও ভিডিও শেয়ার করলে জেল হতে পারে?
  • কোনো ব্যক্তির গোপনীয়তা লঙ্ঘন করলে।
  • কোনো ব্যক্তির মানহানি করলে বা তাকে মানসিক যন্ত্রণা দিলে।
  • কারোর উদ্দেশ্যে অশ্লীল ভাষা প্রয়োগ করলে বা যৌন আক্রমণ করলে।
  • শিশুদের সাথে দুর্ব্যবহার বা যৌন শোষণ করলে।
  • হিংসাত্মক বা ঘৃণাত্মক বক্তব্যকে উসকানি দিলে

এই ধরনের ঘটনা ঘটলে কোথায় অভিযোগ করবেন?

  • আপনি যদি মনে করেন যে কোনও ভিডিও বা ফটো আইন লঙ্ঘন করছে, তাহলে আপনি সাইবার অপরাধের অভিযোগ পোর্টালে অভিযোগ করতে পারেন, https://cybercrime.gov.in/।
  • আপনি জাতীয় মহিলা কমিশনের কাছেও অভিযোগ করতে পারেন, http://ncw.nic.in/ ।
  • এছাড়াও আপনি স্থানীয় থানায়ও অভিযোগ দায়ের করতে পারেন।