MI vs KKR: নেই হর্ষিত, ফিরতে পারে নিতীশ, ১২ বছর পর ওয়াংখেড়েতে জিততে কেমন হবে নাইটদের একাদশ, দেখে নিন

আজ ফের মুম্বাইয়ে ফিরছে আইপিএল (IPL 2024)। আজ সন্ধ্যায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স (Mumbai Indians vs Kolkata…

আজ ফের মুম্বাইয়ে ফিরছে আইপিএল (IPL 2024)। আজ সন্ধ্যায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স (Mumbai Indians vs Kolkata Knight Riders)। একদিকে কলকাতা নাইট রাইডার্স রয়েছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের স্থান পয়েন্ট তালিকার নবম স্থানে। এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সকে এই টুর্নামেন্টে জীবিত থাকতে হলে এই ম্যাচে জয় আবশ্যক।

কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স দলদুটি আইপিএলের ইতিহাসে ৩২ বার মুখোমুখি হয়েছে। যেখানে ২৩ বার জিতে বড় মার্জিনে এগিয়ে রয়েছে মুম্বাই। অন্যদিকে কলকাতা ৯ টি জয় নিজেদের নাম করেছে। এবারে শ্রেয়াস আইয়ারদের পরিকল্পনা থাকবে এই পরিসংখ্যান কিছুটা বদলানোর। এখন দেখার দুই দলের প্রথম একাদশ কেমন হয়।

প্রথমেই জানিয়ে রাখি, কেকেআর দলের হার্ষিত রানার (Harshit Rana) উপর এক ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় তার বদলে সম্ভবত খেলতে দেখা যেতে পারে বাঁ-হাতি পেসার চেতন সাকারিয়াকে (Chetan Sakariya)। এছাড়া সহ-অধিনায়ক নিতীশ রানার (Nitish Rana) কামব্যাক হতে পারে এই ম্যাচে, কারণ চোট সারিয়ে বর্তমানে প্রতিনিয়তই অনুশীলন করছেন তিনি। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স দলে খুব একটা পরিবর্তন নাও লক্ষ্য করা যেতে পারে।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ (Probable XI Of KKR):

ফিল সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, রিঙ্কু সিং, অঙ্গকৃশ রঘুবংশী/ নিতীশ রানা (ইম্প্যাক্ট), শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, চেতন সাকারিয়া, বৈভব অ্যারোরা, বরুণ চক্রবর্তী (ইম্প্যাক্ট)।

মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ (Probable XI Of MI):

ঈশান কিষান (উইকেটরক্ষক), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নেহাল ওয়াধেরা (ইম্প্যাক্ট), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), টিম ডেভিড, মোহাম্মদ নবী, জেরাল্ড কোয়েটজি, পীযূষ চাওলা, জসপ্রীত বুমরাহ, নুয়ান থুসারা (ইম্প্যাক্ট)।