কীপ্যাড ফোনেই চালানো যাবে ইউটিউব! বড় চমক নিয়ে লঞ্চ হল Nokia 215 4G, Nokia 225 4G ও Nokia 235 4G

সম্প্রতি জানা গিয়েছিল যে এইচএমডি গ্লোবাল ২০২০ সালে লঞ্চ হওয়া Nokia 225 4G ফোনটিকে ইউএসবি টাইপ-সি পোর্টের মতো বেশ কিছু আপগ্রেড সহ পুনরায় লঞ্চ করার…

সম্প্রতি জানা গিয়েছিল যে এইচএমডি গ্লোবাল ২০২০ সালে লঞ্চ হওয়া Nokia 225 4G ফোনটিকে ইউএসবি টাইপ-সি পোর্টের মতো বেশ কিছু আপগ্রেড সহ পুনরায় লঞ্চ করার পরিকল্পনা করছে। আর এখন ফিনল্যান্ডের কোম্পানিটি Nokia 215 4G এবং 235 4G-এর মতো ফিচার ফোনগুলির সাথে এটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে৷ এই ফোনগুলিকে 4G সংযোগ সহ সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় ফিচার্স অফার করার জন্য ডিজাইন করা হয়েছে। নোকিয়ার ঐতিহ্য বজায় রেখে লেটেস্ট ফিচার ফোনগুলি একাধিক উজ্জ্বল রঙে উপলব্ধ হয়েছে এবং এগুলি ক্লাসিক টি৯ (T9) কীবোর্ড দ্বারা সজ্জিত৷ সবচেয়ে মজার বিষয় হল, ফিচার ফোন হওয়া সত্ত্বেও এগুলিতে ইউটিউব শর্টস উপভোগ করা যাবে।

Nokia 215 4G, 225 4G, ও 235 4G স্পেসিফিকেশন

নোকিয়া ২১৫ ৪জি এবং ২৩৫ ৪জি ফোনে ২.৮ ইঞ্চির স্ক্রিন রয়েছে, আর নোকিয়া ২২৫ ৪জি তে রয়েছে ২.৪ ইঞ্চির ডিসপ্লে। তিনটি মডেলই কিউভিজিএ (QVGA) রেজোলিউশন সাপোর্ট করে এবং এগুলি ইউনিসক টি১০৭ প্রসেসরে চলে। আর ব্যবহার আরও সহজ করে তোলার জন্য ফোনগুলি কোম্পানির ডিজাইন করা এস৩০ প্লাস (S30+) অপারেটিং সিস্টেমে কাজ করে৷

Nokia 215 4G তে কোনও ক্যামেরা নেই। Nokia 225 4G অবশ্য ভিজিএ (VGA) ক্যামেরা সহ এসেছে, আর Nokia 235 4G একটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা অফার করে। এই ফোনগুলি ব্লুটুথ ৫.০ সংযোগ সাপোর্ট করে এবং সবকটিতেই ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Nokia 215 4G, 225 4G এবং 235 4G তিনটি মডেলেই রিমুভেবল ১,৪৫০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ডুয়েল সিম সেটআপে ৯.৮ ঘন্টা পর্যন্ত টকটাইম অফার করে৷ এই ফোনগুলি বিভিন্ন ক্লাউড অ্যাপ সাপোর্ট করে, যা খবর, আবহাওয়ার পূর্বাভাস এবং ইউটিউব শর্টসও (YouTube Shorts) প্রদর্শন করবে।

Nokia 215 4G, 225 4G এবং 235 4G এর মূল্য এবং প্রাপ্যতা

এই ফিচার ফোনগুলি বেশ সাশ্রয়ী। Nokia 215 4G-এর দাম প্রায় ৬৩ ডলার (প্রায় ৫,২৬০ টাকা) থেকে শুরু। এদিকে, Nokia 225 4G-এর দাম ৭৪ ডলার (প্রায় ৬,২০০ টাকা) এবং Nokia 235 4G ফোনটি ৮৪ ডলার (প্রায় ৭,০০০ টাকা) মূল্যে কেনা যাবে৷ ফিচার ফোনগুলি প্রাথমিকভাবে ইউরোপে পাওয়া যাবে এবং পরে ভারতের মতো বিভিন্ন এশিয়া-প্যাসিফিক (APAC) মার্কেটেও আত্মপ্রকাশ করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন