Bajaj Pulsar NS400Z: বাজারে ঝড় তুলে হাজির পালসার 400, দাম এত কম ভাবতে পারবেন না!

১.৮৫ লক্ষ টাকায় Bajaj Pulsar NS400Z লঞ্চ করে বাজারে আলোড়ন ফেলে দিয়েছে বাজাজ অটো (Bajaj Auto)। তবে এটি বাইকটির ইন্ট্রোডাক্টরি মূল্য। বলতে গেলে, প্রত্যাশার চাইতেও…

১.৮৫ লক্ষ টাকায় Bajaj Pulsar NS400Z লঞ্চ করে বাজারে আলোড়ন ফেলে দিয়েছে বাজাজ অটো (Bajaj Auto)। তবে এটি বাইকটির ইন্ট্রোডাক্টরি মূল্য। বলতে গেলে, প্রত্যাশার চাইতেও কম দামে হাজির হয়েছে ৪০০ সিসির পালসার। ৪০০ সিসি সেগমেন্টে এটিই সবচেয়ে সস্তা বাইক হিসেবে এসেছে। সংস্থার পোর্টফোলিওতে এর স্থান Pulsar NS200-এর উপরে হবে। দর্শনের দিক থেকে এটি NS200-এর পেশীবহুল ভার্সন বলে মনে হচ্ছে। চলুন ফ্ল্যাগশিপ Bajaj Pulsar NS400Z-এর সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

Bajaj Pulsar NS400Z ভারতে লঞ্চ হল

ডিজাইনগত দিক থেকে Bajaj Pulsar NS400Z অনেকাংশেই Pulsar NS200-এর ন্যয়। স্ট্রিটফাইটার গোত্রের এই মোটরসাইকেল বৃহৎ আকারের প্রোজেক্টর হেডল্যাম্প ও দুটি নতুন লাইটিং বোল্ট এলইডি ডিআরএল সমেত উপস্থিত হয়েছে। এতে রয়েছে স্পোর্টি ডিজাইনের রিয়ার ভিউ মিরর, যা KTM 250 Duke থেকে নেওয়া হয়েছে বলে অনুমান।

নিজের জাত চেনাতে Bajaj Pulsar NS400Z-এর বৃহৎ ফুয়েল ট্যাঙ্কে লেখা রয়েছে ‘NS’। এছাড়া আছে রেডিয়েটার শ্রাউড। ফুয়েল ট্যাঙ্ক থেকে সাইড প্যানেলের দিকে একাধিক শার্প লাইন বিস্তৃত। এর সাথে স্প্লিট সিট দর্শনে নতুন মাত্রা যোগ করেছে। পেছনে রয়েছে স্প্লিট টেললাইট, স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল এবং এলইডি টার্ন ইন্ডিকেটর সহ টেইল টিডি।

আপডেটেড পেরিমিটার ফ্রেম ও চ্যাসিস এবং বক্স সেকশন সুইংআর্মের উপর ভর করে ছুটবে নতুন Bajaj Pulsar NS400Z। হার্ডওয়্যার হিসেবে এতে দেওয়া হয়েছে গোল্ড ফিনিশ ইউএসডি ফ্রন্ট ফর্ক, রিয়ার মোনোশক সাসপেনশন। ব্রেকিংয়ের জন্য আছে ডুয়েল চ্যানেল এবিএস সমেত দু’চাকায় ডিস্ক ব্রেক। এছাড়া রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি ও টার্ন বাই টার্ন নেভিগেশন সহ এলসিডি ডিসপ্লে।

Bajaj Pulsar NS400Z-এর চাকায় ঘূর্ণনের শক্তি জোগাতে দেওয়া হয়েছে Dominar 400 ও পুরনো ভার্সনের KTM Duke 390-এর ৩৭৩ সিসি ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ৩৯ বিএইচপি শক্তি এবং ৩৫ এনএম টর্ক উৎপন্ন হবে। গতির ছন্দে তাল মেলাতে থাকছে ৬-স্পিড গিয়ারবক্স এবং স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ। সংস্থার দাবি, NS400Z প্রতি ঘন্টায় ১৫৪ কিলোমিটার গতিবেগ তুলতে সক্ষম। বাজারে এর সাথে টেক্কা নেওয়ার জন্য রয়েছে – Hero Mavrick 440, KTM 250 Duke, Triumph Speed 400, TVS Apache RTR 310 ও Bajaj Dominar 400।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন