ভারত, পাকিস্তানের মোকাবেলা করতে বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা আয়ারল্যান্ডের

ক্রিকেটের অন্যতম বড় টুর্নামেন্ট আইসিসি টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) শুরু হতে আর এক মাসও দেরি‌ নেই। ইতিমধ্যেই সমস্ত দল তাদের প্রস্তুতি সেড়ে ফেলেছে।…

ক্রিকেটের অন্যতম বড় টুর্নামেন্ট আইসিসি টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) শুরু হতে আর এক মাসও দেরি‌ নেই। ইতিমধ্যেই সমস্ত দল তাদের প্রস্তুতি সেড়ে ফেলেছে। বেশিরভাগ দল এই টুর্নামেন্টের জন্য তাদের স্কোয়াডও ঘোষণা করে দিয়েছে। এবার সেই দলে নাম লেখালো আয়ারল্যান্ড (Cricket Ireland)। একই সাথে বিশ্বকাপের আগে দুটি সিরিজের দলও ঘোষণা করেছে তারা। ভারত পাকিস্তানের সাথে একি গ্রুপে রয়েছে এই‌ দল।

এই মার্কি ইভেন্টে দলের অধিনায়কত্বের ভাড় দেওয়া হয়েছে অভিজ্ঞ পল স্টার্লিংকে (Paul Stirling)। নতুন এবং পুরনোদের সংমিশ্রণে যথেষ্ট শক্তিশালী দল বেছেছে আয়ারল্যান্ড। ৫ জুন ভারতের বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের যাত্রা শুরু করবে আয়ারল্যান্ড। অন্যদিকে ১৬ জুন তারা আরেক কঠিন প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে খেলবে।

টি-২০ বিশ্বকাপের জন্য আয়ারল্যান্ড স্কোয়াড- পল স্টার্লিং (ক্যাপ্টেন), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, অ্যান্ড্রু বালবির্নি, কার্টিস ক্যাম্পফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, জোশ লিটল, ব্যারি ম্যাকার্থি, নিল রক, হ্যারি টেক্টর, লোরকান টাকার, বেন হোয়াইট, ক্রেগ ইয়াং

পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের স্কোয়াড- পল স্টার্লিং (ক্যাপ্টেন), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, অ্যান্ড্রু বালবির্নি, কার্টিস ক্যাম্পফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ব্যারি ম্যাকার্থি, নিল রক, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং

নেদারল্যান্ডস ট্রাই-সিরিজের স্কোয়াড- পল স্টার্লিং (ক্যাপ্টেন), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, অ্যান্ড্রু বালবির্নি, কার্টিস ক্যাম্পফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ব্যারি ম্যাকার্থি, নিল রক, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং