iQOO Z9x: জলেও ভিজবে না! 6,000mah ব্যাটারির সবচেয়ে স্লিম ফোন আসছে ভারতে

iQOO Z9x 5G ফোনটি ভারতে আগামী ১৭ মে লঞ্চ করা হবে। অ্যামাজন (Amazon) ই-কমার্স প্ল্যাটফর্মে এর উপলব্ধতা নিশ্চিত করে আসন্ন হ্যান্ডসেটটির একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে।…

iQOO Z9x 5G ফোনটি ভারতে আগামী ১৭ মে লঞ্চ করা হবে। অ্যামাজন (Amazon) ই-কমার্স প্ল্যাটফর্মে এর উপলব্ধতা নিশ্চিত করে আসন্ন হ্যান্ডসেটটির একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। এর পাশাপাশি লিস্টিংয়ে স্মার্টফোনের কিছু নতুন স্পেসিফিকেশনও প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে যে, iQOO Z9x 5G ফোনে Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেটটি থাকবে বলে নিশ্চিত করা হয়েছিল। আর এখন অ্যামাজন লিস্টিং থেকে কি কি তথ্য উঠে এসেছে আসুন জেনে নেওয়া যাক।

সামনে এল iQOO Z9x প্রধান স্পেসিফিকেশন

অ্যামাজন মাইক্রোসাইট অনুযায়ী, আইকো জেড৯এক্স ফোনটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট যুক্ত ভারতের সবচেয়ে স্লিম ফোন হবে। এটি একবার চার্জে দুই দিন পর্যন্ত ব্যবহার করা যাবে বলে দাবি করা হয়েছে। ডিভাইসটি ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং ৩০ মিনিট চার্জ করলে ১০ ঘন্টা ব্যবহার করা সম্ভব হবে। আসন্ন ফোনটি ৮ জিবি ফিজিক্যাল র‍্যামের সাথে ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করবে। তবে এর স্টোরেজ স্পেস ১ টিবি পর্যন্ত প্রসারিত করা যাবে।

iQOO Z9x 5G ফোনটির ওপরে কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট সহ ৬.৭২ ইঞ্চির স্ক্রিন রয়েছে। এটিতে একটি সাত-স্তরের ১২০ হার্টজ অভিযোজিত রিফ্রেশ রেট এবং ১,০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। অডিওর ক্ষেত্রে, ডিভাইসটি হাই-রেস (Hi-Res) সার্টিফিকেশন সহ ডুয়েল স্টেরিও স্পিকার অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও, ফোনটিতে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক মিলবে।

iQOO Z9x 5G আইপি৬৪ (IP64)-সার্টিফায়েড ধুলো এবং জল-প্রতিরোধী রেটিং রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এটি সেগমেন্টের প্রথম বলে টিজ করা হয়েছে, যদিও এর প্রাইস রেঞ্জ এখনও অপ্রকাশিতই রয়েছে। নিরাপত্তার জন্য, ফোনটির পাওয়ার বাটনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা থাকবে। iQOO Z9x 5G-এর পিছনে একটি বর্গাকার ক্যামেরা মডিউল অবস্থান করবে, যা ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি লেন্স দ্বারা গঠিত। পরিশেষে, iQOO Z9x 5G অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে। এটি দুটি ওএস আপডেট এবং তিন বছরের সিকিউরিটি প্যাচ গ্রহণ করবে বলে শোনা যাচ্ছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন