Amazon Gift Card Codes Redeem: মে মাসে এই কোডের মাধ্যমে বিনামূল্যে পাবেন অ্যামাজন গিফট কার্ড

উপহার এমন হতে হয় যা হাতে পেলে মন খুশি হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে বিপরীতে থাকা মানুষটি কি পেলে আনন্দ পাবে ঠাওর করা সম্ভব হয়…

উপহার এমন হতে হয় যা হাতে পেলে মন খুশি হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে বিপরীতে থাকা মানুষটি কি পেলে আনন্দ পাবে ঠাওর করা সম্ভব হয় না। আবার যেনতেন একটা উপহার গছিয়ে দিতেও মন চায় না। এমন পরিস্থিতিতে উদ্ধারকর্তা হতে পারে Amazon Gift Card। ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon -এর নিয়ে আসা এই ধরণের কার্ড কাউকে উপহার দিলে, সেই ব্যক্তি Amazon.com ওয়েবসাইটে উপলব্ধ লক্ষ লক্ষ প্রোডাক্টের মধ্যে থেকে একটিকে নিজের জন্য বেছে নিতে পারবেন। তা সে প্রোডাক্ট বই, জামাকাপড় হোক বা ইলেকট্রনিক্স ডিভাইস! তবে খরিদ করা জিনিসের দাম কার্ডে থাকা ক্রেডিটের কম বা সমপরিমাণ হওয়া আবশ্যক। যারা Amazon Gift Card কিনতে বা বিনামূল্যে পেতে চান তারা আমাদের এই প্রতিবেদন পড়তে পারেন। এখানে বিস্তারে সব ব্যাখ্যা করা হয়েছে। এমনকি কয়েকটি ফ্রি Amazon Gift Card কোড -ও দেওয়া হয়েছে।

Amazon Gift Card কী?

আপনাদের মধ্যেই অনেকেই হয়তো অ্যামাজন গিফট কার্ড সম্পর্কে জানেন না। প্রথমেই বলি, এটি দেখতে অনেকটা ক্রেডিট/ডেবিট কার্ডের মতো এবং প্লাস্টিক নির্মিত। তবে এতে একটি বিল্ট-ইন মাইক্রোচিপ দেওয়া থাকে, যাতে আপনারা নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স / টাকা লোড করতে পারবেন। আপনারা যে ব্যক্তিকে কার্ডটি উপহার দেবেন, তিনি ক্রেডিট অ্যামাউন্টের বিনিময়ে অ্যামাজনের ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট কিনতে পারবেন।

এক্ষেত্রে আপনারা প্রশ্ন করতেই পারেন যে, “দূরে বা অন্য শহর থাকেন এমন ব্যক্তিকে এই কার্ড কিভাবে পাঠাবেন?” তাহলে জানিয়ে রাখি, এটি – ফিজিক্যাল ফর্মের পাশাপাশি ইমেল, টেক্সট মেসেজ, এমনকি প্রিন্ট করেও পাঠানো সম্ভব। শুধু এর কোড -টা জেনে রাখতে হবে। সর্বোপরি, অ্যামাজন গিফট কার্ডের কোনো মেয়াদ শেষ হওয়ার তারিখ নেই। ফলে প্রাপক তার সুবিধামত এটি ব্যবহার করতে পারবেন।

Amazon Gift Card কয় ধরণের হয়?

অ্যামাজন গিফট কার্ডের অধীনে তিন ধরণের সুবিধা অফার হয়, যথা – প্রোমো কোড, গিফট কার্ড এবং গিফট ভাউচার। এক্ষেত্রে ই-কমার্স প্ল্যাটফর্মটির ওয়েবসাইট অথবা অ্যাপে গিয়ে – গিফট ভাউচার, গিফট কার্ড, প্রোমো কোডগুলি রিডিম করতে হবে। এবার গিফট কার্ড ব্যবহার করে আপনারা প্রোগ্রামের অধীনে যুক্ত প্রোডাক্ট কেনার সুযোগ পেয়ে যাবেন।

Amazon Gift Card Code For May 2024

  • HXWH-63EQK3-6C7X
  • B83E-JJBUC8-VMPY
  • PBKK-TCWQCD-HE3A
  • FVS39EUY5GBF119E45TH
  • UG6TZFTSGWR6TGY67RHYI
  • NEWYEARH6T299Z632023
  • FRS870CO11E3PLAHOB8V
  • NEWYEARV5T4559H4V7C5
  • G3VDHGFTR6JU67Y52023
  • GOO29E800RAL6RDS2023
  • GSTORE7YFT141NJ71203
  • YK58HOJEAQAKUI61OS4Z
  • NEWYEARGIFT32RS568KP
  • GV8C7X6S53812M7269C2
  • X4VSGC5UJ1MK44426T2S
  • GOOGLE2023P6444ORE60
  • BQCH-MKPADM-NN7F
  • EH8R-YDUECA-THXJ
  • VAGP-H6YBA3-C6UN
  • AAQP-DWU8MR-JUA8
  • B6DH-PQ4M4M-7JNQ
  • FDD7-ANUDE6-TCHX
  • FAD8-BUEAPF-H7UJ
  • FDD7-ANUDE6-TCHX
  • VAGP-H6YBA3-C6UN
  • AAQP-DWU8MR-JUA8
  • EH8R-YDUECA-THXJ
  • VAGP-H6YBA3-C6UN
  • AAQP-DWU8MR-JUA8
  • B6DH-PQ4M4M-7JNQ
  • VJGX-KTGCQ4-HE4V
  • KNGP-JBMC6X-NY8B

Amazon Gift Card Code for Indian Users (New Release) :

  • X7BC-RPMMJM-QJG6
  • G5CF-WZWTHR-KQTW
  • CPEP-66YNC7-RAYT
  • DJ3F-E37QPF-J4DA
  • XHFA-PPPFYE-AKMM
  • 77KT-FEJMT6-V3Y8
  • 3KY4-KNXX8W-PXAJ
  • NATK-PY7FRD-UGHR
  • WBTP-LPFV7M-KGCU

কীভাবে Amazon Gift Card Code 2024 রিডিম করবেন?

  • প্রথমেই স্মার্টফোন থেকে অ্যামাজন মোবাইল অ্যাপ ওপেন করুন।
  • এবার “Amazon Pay” বিকল্প খুঁজে বের করে এতে ক্লিক করুন৷
  • এরপর “Amazon Pay Balance” অপশনে ক্লিক করুন৷
  • এবার স্ক্রিনের নীচের দিকে স্ক্রোল করুন। এখানে “Add the Gift card to balance” বিকল্প পাবেন, এতে ক্লিক করুন৷
  • পরবর্তীতে উপরে দেওয়া তালিকা থেকে একটি কোড কপি করে নির্দিষ্ট বক্সে পেস্ট করুন।
  • “Add to your balance” বাটনে ক্লিক করুন৷
  • এই পুরো প্রক্রিয়া অনুসরণ করলেই অ্যামাজন গিফট কার্ডের ব্যালেন্স অ্যামাজন পে ওয়ালেটে যোগ করে দেওয়া হবে।

Amazon Gift Card কেনার পদ্ধতি :

  • প্রথমেই ডিভাইসে অ্যামাজন অ্যাপ ওপেন করুন।
  • এবার অ্যাপটির উপরের দিকে তিনটি অনুভূমিক ডট আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন।
  • এই ড্রপ-ডাউন মেনু বারে “AmazonPay” লেখা একটি বিকল্প পাবেন, এতে ক্লিক করুন৷
  • এরপর অ্যামাজন পে হোমপেজে রিডারেক্ট করে দেওয়া হবে।
  • স্ক্রিনের নীচের দিকে স্ক্রোল করুন এবং গিফট কার্ড বিকল্প চেক করতে “Gift Category” -তে ক্লিক করুন।
  • এবার “AmazonPay E-Gift Card” বিকল্পটি নির্বাচন করুন।
  • এখানে দুটি বিকল্প পেয়ে যাবেন – “Add Gift Cards” এবং “Add e-Gift Cards”। নিজের প্রয়োজন অনুসারে যেকোনো একটি বিকল্প বেছে নিন।
  • এবার যে উপলক্ষ (বিয়ে, জন্মদিন, অ্যানিভার্সারি ইত্যাদি) বা সম্পর্ক (অভিভাবক, ভাইবোন, বন্ধু ইত্যাদি) -এর ভিত্তিতে গিফট কার্ডটি কিনতে চান তা চয়ন করুন।
  • এরপর প্রাপকের ইমেল ঠিকানা এন্টার করতে বলা হবে। একই সাথে, অ্যামাজন গিফট কার্ডটি কিভাবে তার কাছে পৌঁছে দিতে চান তাও চয়ন করতে বলা হবে। এক্ষেত্রে – “physical” এবং “digital” বিকল্প পেয়ে যাবেন।
  • গিফট কার্ডে ন্যূনতম ১০ টাকা ক্রেডিট করতেই হবে। সাথে প্রদত্ত ডেলিভারি বিকল্পের মধ্যে একটিকে বেছে নিতে হবে। এক্ষেত্রে ডিজিটাল হলে – লিঙ্কের মাধ্যমে অথবা ইমেল করে কার্ড শেয়ার করা যাবে।
  • এবার “Buy” বাটনে ক্লিক করুন এবং পেমেন্টের জন্য নির্দেশাবলী অনুসরণ করুন।
  • ফিজিক্যাল ডেলিভারি বিকল্প চয়ন করা হলেও, গিফট কার্ড -এর একটি ডিজিটাল ভার্সন সরাসরি প্রাপকের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে৷
  • এবার প্রাপককে ১৪-সংখ্যার কোড এন্টার করতে হবে। যার পর তার অ্যামাজন পে ওয়ালেটে ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে।