Google Play Free Redeem Code: বিনামূল্যে পাবেন ডায়মন্ড সহ প্রিমিয়াম অ্যাপের সুবিধা, দেখে নিন ফ্রি রিডিম কোড

বিশ্বব্যাপী Google -এর অ্যাপ ডাউনলোডিং প্ল্যাটফর্ম Play Store ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মূলত এখানে – গেমস, মিউজিক, সিনেমা, ফিটনেস সহ বিভিন্ন ক্যাটাগরির একাধিক বৈধ অ্যাপ্লিকেশন তালিকাভুক্ত…

বিশ্বব্যাপী Google -এর অ্যাপ ডাউনলোডিং প্ল্যাটফর্ম Play Store ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মূলত এখানে – গেমস, মিউজিক, সিনেমা, ফিটনেস সহ বিভিন্ন ক্যাটাগরির একাধিক বৈধ অ্যাপ্লিকেশন তালিকাভুক্ত থাকায় অ্যান্ড্রয়েড ডিভাইস মালিকেরা এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে অধিক পছন্দ করে। তবে একগুচ্ছ অ্যাপ বাদেও, আরেকটি বিষয় Google Play -কে আকর্ষণীয় করে তুলেছে। এখানে কোড রিডিম (Redeem Code) করার সুবিধা উপলব্ধ, যা ইন-অ্যাপ প্রিমিয়াম ফিচার অ্যাক্সেস করার সুবিধা প্রদান করে। যদিও এর জন্য টাকা চার্জ করা হয়। তবে মাঝে মধ্যে টেক জায়ান্টটি বিনামূল্যেও কোড অফার করে। যেগুলি গিফট কার্ড ক্রেডিট সহ আসে। যেগুলি হাতে পাওয়ার জন্য অনেকেই ওত পেতে থাকে। আসলে এই ধরণের কোড রিডিম করে প্রাপ্ত টাকার বিনিময়ে বিভিন্ন গেমিং প্ল্যাটফর্মে অতিরিক্ত আইটেম কেনা সম্ভব। আপনার কাছেও যদি Google Play Store -এর Redeem Code থেকে থাকে, কিন্তু কীভাবে ব্যবহার করতে হয় না জানেন তবে আমাদের এই প্রতিবেদন থেকে জেনে নিন। একই সাথে নীচে কয়েকটি Google Play Store Redeem Code -ও দেওয়া হল।

Google Play Store Redeem Code থেকে কত টাকা পাওয়া সম্ভব

গুগল প্লে স্টোরে অফার করা রিডিম কোড হল একপ্রকারের ভার্চুয়াল গিফট কার্ড। এই কোডগুলির রিডিম করার মাধ্যমে ক্রেডিট বা টাকা জেতা সম্ভব। এক্ষেত্রে আপনারা, ৫ ডলার (৪১০ টাকা) থেকে শুরু করে সর্বোচ্চ ১০০ ডলার (৮,৩০০ টাকা) জিতে নিতে পারবেন। আবার কিছু ক্ষেত্রে দেখা যায়, ক্রেডিটের পরিমাণ থাকে মাত্র ১০ টাকা। অর্থাৎ সম্পূর্ণটাই ভাগ্য-নির্ভর বলা চলে।

ক্রেডিট ছাড়াও এই ১২-সংখ্যার আলফানিউমেরিক রিডেম্পশন কোডগুলির সাথে বিভিন্ন মিস্ট্রি রিওয়ার্ডও দেওয়া হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই কোনো গেমিং টাইটেলের জন্য ইন-গেম আইটেম অফার করা হয়। যেমন – আউটফিট, স্কিন, বান্ডিল আইটেল, ডায়মন্ড, ইত্যাদি।

আপনার হাতে যদি কোনো গুগল প্লে কোড এসে থাকে তবে তা রিডিম করার আগে কয়েকটি বিষয় জেনে রাখা ভালো। প্রত্যেক খেলোয়াড় গেমে এইধরণের অনন্য কোড একবার মাত্র রিডিম করার অনুমতি পাবেন। একই সাথে, রিডিম করা কোডগুলির মেয়াদ ১২ থেকে ১৮ ঘন্টা পর্যন্ত থাকে। অতএব একবার কোড অ্যাক্টিভ করা হয়ে গেলে, যত তাড়াতাড়ি সম্ভব ব্যবহার করে নিতে হবে। নইলে জেতা পুরস্কার হাতছাড়া করতে হবে।

Google Play Redeem Code -এর তালিকা

  • 6JA2V49BLYF814LK
  • KZ5F7G8PA3V7S3TL
  • 6UWFMBG1N0E482GJ
  • 5BGG7KEEU21WYL9H
  • D1DTYAKXEXTG3G8D
  • 83B1HZ7GL77DVXU3
  • JSPV11952JW5U02J
  • 6JA2V49BLYF814LK
  • 33S8NF2T85NBUYA6
  • 73BXZSKL9KR98ZWK
  • 655RG2VCXALHJMUT
  • 8WY0NHZPTKRJ9UKN

Google Play Redeem Code নির্ধারিত অ্যাপ্লিকেশনে প্রিমিয়াম আইটেম কিনতে, গেমের মোড, লেভেল, রিওয়ার্ড আনলক করতে ব্যবহার করা যাবে৷ বিশেষত PUBG বা BGMI -এর মতো গেমিং টাইটেলে প্রিমিয়াম আইটেম, ডায়মন্ড বা স্কিন নিখরচায় কেনার জন্য এই কোডগুলি রিডিম করে প্লে স্টোর ওয়ালেটে জমা রাখতে পারেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন