স্ন্যাপড্রাগনের দিন শেষ! স্মার্টফোনের দুনিয়া পাল্টে দেবে Samsung এর নতুন প্রসেসর

স্যামসাং (Samsung) তাদের স্মার্টফোনগুলিতে কোয়ালকম (Qualcomm) ব্র্যান্ডের চিপসেটগুলি পাশাপাশি তাদের স্ব-নির্মিত Exynos প্রসেসরগুলিও ব্যবহার করে থাকে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি সংস্থাটির পরবর্তী ফ্ল্যাগশিপ চিপসেট, Samsung Exynos…

স্যামসাং (Samsung) তাদের স্মার্টফোনগুলিতে কোয়ালকম (Qualcomm) ব্র্যান্ডের চিপসেটগুলি পাশাপাশি তাদের স্ব-নির্মিত Exynos প্রসেসরগুলিও ব্যবহার করে থাকে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি সংস্থাটির পরবর্তী ফ্ল্যাগশিপ চিপসেট, Samsung Exynos 2500 সম্পর্কে টেক জগতে বেশ কিছুদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছে। একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে যে প্রসেসরটি পাওয়ার দক্ষতার দিক থেকে কোয়ালকমের আসন্ন Snapdragon 8 Gen 4 ফ্ল্যাগশিপ প্রসেসরটিকেও পিছনে ফেলবে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Samsung Exynos 2500 টেক্কা দিতে পারে Qualcomm Snapdragon 8 Gen 4 কেও

এমাসের শুরুর দিকে, স্যামসাং এবং সিনোপসিস (Synopsys) একটি যৌথ প্রেস রিলিজে ঘোষণা করেছে যে, তারা সফলভাবে তাদের প্রোটোটাইপ ৩ ন্যানিমিটারের প্রসেস ডিজাইনটির গণ উৎপাদন শুরু করেছে। সুস্পষ্ট জল্পনা রয়েছে যে, স্যামসাং তাদের আসন্ন এক্সিনস ২৫০০ চিপের জন্য এই ৩ ন্যানোমিটার ডিজাইনটি ব্যবহার করবে। আর এখন বিজনেস কোরিয়ার একটি প্রতিবেদনেও একই দাবি করা হয়েছে, যা প্রকাশ করেছে যে আগামী বছর স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের স্মার্টফোনে এই চিপটি থাকবে। উল্লেখযোগ্যভাবে, এই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে স্যামসাং এক্সিনস ২৫০০ চিপ কোয়ালকমের পরবর্তী ফ্ল্যাগশিপ স্যামসাং গ্যালাক্সি ৮ জেন ৪ প্রসেসরের চেয়ে আরও ভাল পাওয়ার এফিসিয়েন্সি অফার করবে।

জানিয়ে রাখি, কোয়ালকম চিপগুলি বরাবরই র পারফরম্যান্সের দিক থেকে উৎকৃষ্ট, অন্যদিকে এক্সিনস প্রসেসরগুলি প্রধানত পাওয়ার এফিসিয়েন্সির ওপর ফোকাস করে। সাম্প্রতিক রিপোর্টে প্রকাশিত তথ্যটি বিশ্বাস করা হলে আসন্ন স্যামসাং চিপসেটের সাথেও একেই ট্রেন্ড অব্যাহত থাকবে। যদিও এই দাবিকে সমর্থন করার জন্য এখনও কোনও সংখ্যা বা বেঞ্চমার্ক প্রকাশ্যে আসেনি এবং এক্সিনস ২৫০০ প্রসেসরের কোর কনফিগারেশন সম্পর্কে খুব কম তথ্যই আপাতত উপলব্ধ রয়েছে। এটি চিপের কার্যকারিতা এবং দক্ষতা নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ হবে৷

তবে Samsung Exynos 2500 চিপসেটের একটি নিশ্চিত বৈশিষ্ট্য হল যে, এতে ARM Cortex-X5 কোর থাকবে। আর ARM Cortex-X5 সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন সিপিইউ হবে বলে মনে করা হচ্ছে, যেটি Snapdragon 8 Gen 4 চিপের সম্ভাব্য Oryon সিপিইউ কোরের চেয়ে ভাল পারফরম্যান্স করতে পারে। তবে মনে রাখবেন যে, এই তথ্যগুলি অনানুষ্ঠানিক উৎস থেকে সামনে এসেছে। তাই এগুলির যথার্থতা কতটা, তা জানতে কোম্পানির নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করতে হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন