Gautam Gambhir KKR: ফাইনালের আগেই দুঃসংবাদ নাইট শিবিরে, মহা‌ম্যাচের আগের দিন জরুরি প্রয়োজনে দল ছাড়বেন গম্ভীর

ইতিমধ্যেই আইপিএল ২০২৪ (IPL 2024) এর প্রথম কোয়ালিফায়ারে (Qualifier 1) সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad) মতো শক্তিশালী দলকে ৮ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালে পৌঁছে গেছে কলকাতা…

ইতিমধ্যেই আইপিএল ২০২৪ (IPL 2024) এর প্রথম কোয়ালিফায়ারে (Qualifier 1) সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad) মতো শক্তিশালী দলকে ৮ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালে পৌঁছে গেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আগামী ২৬ মে তথা রবিবার চেন্নাইয়ে ফাইনাল খেলতে নামবে নাইটবাহিনী। সেই উদ্দেশ্যে ইতিমধ্যে চেন্নাইয়ের মাটিতে পা রেখেছে কেকেআর দল।

কিন্তু ফাইনাল খেলার আগেই কেকেআর শিবির থেকে উঠে এল এক দুঃসংবাদ। বিষয়টি হল ২৬ মে আইপিএল ফাইনাল, তার ঠিক একদিন আগে তথা ২৫ মে এক জরুরি প্রয়োজনে নিজের বাড়ি ফিরতে হবে কেকেআর দলের মেন্টর গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। আসলে ২৫ মে তথা শনিবার ভোট রয়েছে দিল্লিতে। তাই ভোট দিতে ফাইনালের আগের দিনেই দিল্লি ফিরতে হবে গম্ভীরকে।

তবে এক রিপোর্ট থেকে জানা গেছে, গম্ভীর ২৫ মে ভোট দিয়েই আইপিএল ফাইনালের দিন চেন্নাইয়ে কেকেআর দলের সাথে যোগদান করবেন। তবে মাঝে একদিন গম্ভীরের মতো একজন বিশেষ মেন্টরকে পাশে না পাওয়ায় কিছুটা সমস্যায় পড়তে হতে পারে কেকেআর দলকে। যাই হোক, বুধবার চেন্নাইয়ে পৌঁছে যাওয়ায় অনুশীলনের জন্য হাতে বেশ কয়েকটা দিন সময় পাবে কেকেআর। সেই সঙ্গে গম্ভীরকেও মেন্টর হিসাবে বেশ কিছুটা সময় পাশে পাবে তারা।

রবিবার তথা ফাইনালের দিন গৌতম গম্ভীর ফের কেকেআর দলের সঙ্গে যোগদান করার খবর পেয়ে, কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে কেকেআর ভক্তরা। যাই হোক, আবারও দীর্ঘ ১০ বছর প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনালের যোগ্যতা অর্জন করেছে কেকেআর। সুতরাং, এবার যে কোনো মূল্যে কেকেআরের হাতেই শিরোপা দেখতে চান তারা।