স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের সবচেয়ে সস্তা ফোন হতে পারে Realme GT 5G

ডিসেম্বরের শুরু থেকে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে Realme Race নামটি। রিয়েলমি রেস ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে বাজারে আসবে বলে আমরা প্রথমে ভেবেছিলাম। যদিও পরবর্তীতে রিয়েলমি…

ডিসেম্বরের শুরু থেকে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে Realme Race নামটি। রিয়েলমি রেস ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে বাজারে আসবে বলে আমরা প্রথমে ভেবেছিলাম। যদিও পরবর্তীতে রিয়েলমি নিশ্চিত করে, রেস আদতে একটি কোডনেম, কোনো স্মার্টফোন নয়। সম্প্রতি জানা যায়, Race কোডনেমযুক্ত হ্যান্ডসেটটি Realme GT 5G নামে বাজারে আসবে। এই ফোনটি ৪ মার্চ লঞ্চ হবে, কয়েকদিন আগেই রিয়েলমির তরফে এমনই ঘোষণা করা হয়েছে। এমনকি চলতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে আমরা রিয়েলমি জিটি ৫জি ফোনটিকে ইয়েলো লেদার ব্যাক প্যানেলের সাথে দেখতে পেয়েছি। তবে এবার Realme GT 5G ফোনটির মূল্য কত হতে পারে তার ইঙ্গিত পাওয়া গেল।

রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট, Xu Qi Chase চীনের মাইক্রো ব্লগিং সাইট Weibo তে সম্প্রতি একটি পোস্ট করেছেন। এই পোস্টে তিনি জানিয়েছেন রিয়েলমি জিটি ৫জি এর দাম Realme X50 Pro এর মত রাখা হতে পারে। জানিয়ে রাখি চীনে রিয়েলমি এক্স৫০ প্রো ৩,৫৯৯ ইউয়ানে লঞ্চ হয়েছিল। আবার ভারতে ফোনটি ৪১,৯৯৯ টাকায় পাওয়া যায়। সেক্ষেত্রে Realme GT 5G ফোনটি ৪০,০০০ টাকার রেঞ্জে আসবে বলেই আমাদের অনুমান।

Realme GT 5G সম্পর্কে আপাতত কি জানা গেছে

রিয়েলমি ইতিমধ্যেই নিশ্চিত করেছে এই ফোনটি ১২ জিবি LPDDR5 র‌্যাম এবং স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসসর সহ আসবে। ফলে এই প্রসেসরের সবচেয়ে সস্তা ফোন হতে পারে রিয়েলমি জিটি ৫জি। আবার এতে থাকতে পারে QHD রেজোলিউশনের (১৪৪০x৩২০০ পিক্সেল) ৬.৮ ইঞ্চি OLED স্ক্রিন। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। আবার ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ হোল, যারমধ্যে সেলফি ক্যামেরা দেওয়া হবে।

রিয়েলমি জিটি ৫জি ফোনে থাকবে ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা। টিপস্টারদের দাবি ফোনটি ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে। আবার ইন্টারনাল স্টোরেজ হিসাবে থাকবে ২৫৬ জিবি পর্যন্ত বিকল্প। 

টেলিগ্রামে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন