TP-Link এর রাউটারে লুকিয়ে বিপদ, সতর্ক করল সরকারের সাইবার বিশেষজ্ঞ টিম

ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম অর্থাৎ CRET-In সম্প্রতি বিভিন্ন Apple, Windows, Google Chrome এবং Mozilla-র মতো সর্বাধিক ব্যবহৃত ডিভাইস এবং সফ্টওয়্যারে বেশ কিছু ত্রুটি খুঁজে…

ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম অর্থাৎ CRET-In সম্প্রতি বিভিন্ন Apple, Windows, Google Chrome এবং Mozilla-র মতো সর্বাধিক ব্যবহৃত ডিভাইস এবং সফ্টওয়্যারে বেশ কিছু ত্রুটি খুঁজে পেয়েছে। পাশাপাশি তারা TP-Link রাউটারগুলিতেও একটি নিরাপত্তাজনিত ত্রুটি খুঁজে পেয়েছে। যার ফলে সহজেই আক্রমণকারীরা দুর থেকে সিস্টেমে দূষিত কোড পাঠাতে পারবে।

জানিয়ে রাখি, TP-Link হল ভারতে সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়াইফাই রাউটার ব্র্যান্ডগুলির মধ্যে একটি। উল্লেখ্য, রাউটারের কাজ হলো ইন্টারনেট প্রোভাইডারের সাথে সংযোগ স্থাপন করে বাড়ির বা অফিসের বিভিন্ন ডিভাইসে ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা প্রদান করা।

CRET-In এর মতে, TP-Link রাউটারের যেখানে দুর্বলতা খুঁজে পাওয়া গেছে গেছে, তার নাম rftest। সরকারী ওয়েবসাইট অনুসারে, এই দুর্বলতাটি সি৫৪০০এক্স(ইইউ)ভি১১.১.৭ বিল্ড ২০২৪০৫১০-এর আগের TP-Link রাউটার সংস্করণগুলিকে প্রভাবিত করতে পারে।

ওয়াইফাই নেটওয়ার্কের নিরাপত্তা উন্নত করতে নিম্নোক্ত পদক্ষেপগুলি গ্রহণ করতে পারেন –

  • নিয়মিত রাউটার ফার্মওয়্যার আপডেট করুন।
  • ডিফল্ট লগইন আইডি পরিবর্তন করুন।
  • WPA3 বা WPA2 এনক্রিপশন এনাবল করুন।
  • একটি শক্তিশালী Wi-Fi পাসওয়ার্ড ব্যবহার করুন।
  • WPS নিষ্ক্রিয় করুন।
  • নিয়মিত পর্যবেক্ষণ নেটওয়ার্কে অননুমোদিত ডিভাইস শনাক্ত করতে সাহায্য করে। তাই সংযুক্ত ডিভাইসগুলি পরীক্ষা করতে রাউটার অ্যাডমিন ইন্টারফেস বা নেটওয়ার্ক মনিটরিং টুল ব্যবহার করুন।
  • ফায়ারওয়াল এবং অন্যান্য নিরাপত্তা ফিচারগুলি সক্রিয় করুন।