ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, বিশ্বকাপের প্রতিটা ম্যাচ দেখা যাবে বড় পর্দায়, জেনে নিন কোন কোন মাল্টিপ্লেক্সে

ভারতের মতো দেশে যেখানে অঞ্চল ভেদে ভিন্ন সংস্কৃতি লক্ষ্য করা যায় সেখানে ক্রিকেট কাশ্মির থেকে কন্যাকুমারী পর্যন্ত সকল ভারতীয়দের এক মঞ্চে নিয়ে আসার ক্ষেত্রে বড়ো…

ভারতের মতো দেশে যেখানে অঞ্চল ভেদে ভিন্ন সংস্কৃতি লক্ষ্য করা যায় সেখানে ক্রিকেট কাশ্মির থেকে কন্যাকুমারী পর্যন্ত সকল ভারতীয়দের এক মঞ্চে নিয়ে আসার ক্ষেত্রে বড়ো অবদান রেখেছে। বিশেষ করে বিশ্বকাপের সময় আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশের হয়ে ক্রিকেটারদের পারফরমেন্স দেখতে সকলেই পছন্দ করেন। এবার এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আসল মজা নেওয়ার বিষয়ে সমর্থকরা আরও সুবিধা পেতে চলেছেন।

গত বছর একদিনের বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ায় বেশি সংখ্যক ভারতীয় ভক্তরা মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ পেয়েছিলেন। কিন্তু এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত হতে চলেছে। এই টুর্নামেন্টে এই বছর মোট ২০ টি দল অংশগ্রহণ করছে। তাদের মোট ৪ টি বিভাগে ভাগ করা হয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্ৰুপ ‘এ’-তে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, পাকিস্তান এবং আয়ারল্যান্ডের সঙ্গে অবস্থান করছে।

ভারতীয় দল এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। এরপর ব্লু বিগ্রেডদের সঙ্গে পাকিস্তানের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি ৯ জুন নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। কিন্তু দেশ থেকে অনেক দূরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ায় ভারতীয় অনেক ক্রিকেট সমর্থক মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ পাবেন না। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের প্রতিটি ম্যাচ বড়ো পর্দায় সরাসরি সম্প্রচার করার উদ্যোগ নেওয়া হয়েছে। পার্শ্ববর্তী পিভিআর, আইনক্স, মিরাজ এবং সিনেপোলিসে গিয়ে আপনারা ম্যাচগুলি উপভোগ করতে পারবেন।‌

অন্যদিকে স্টার স্পোর্টসের (Star Sports) চ্যানেলগুলির মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি টিভিতে সম্প্রচার হতে চলেছে। এছাড়াও ডিজনি হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে সম্পূর্ণ বিনামূল্যে ম্যাচগুলি অনলাইন স্ট্রিমিং করা হবে। ফলে এখন থেকেই এই টুর্নামেন্ট ঘিরে ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাছাই করা ভারতের ১৫ সদস্যের দল:

রোহিত শর্মা (c), হার্দিক পান্ডিয়া (vc), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ (wk), সঞ্জু স্যামসন (wk), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং , জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ