এবছর ভারতবর্ষের সেরা মোটরসাইকেলের তকমা পেল Royal Enfield Meteor 350

এবছর ভারতবর্ষের সেরা মোটরসাইকেলের তকমা ছিনিয়ে নিল রয়্যাল এনফিল্ডের (Royal Enfield) Meteor 350। অত্যন্ত অভিজ্ঞ জুরি সদস্যদের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে মোটরসাইকেলটি ২০২১ ইন্ডিয়ান মোটরসাইকেল…

এবছর ভারতবর্ষের সেরা মোটরসাইকেলের তকমা ছিনিয়ে নিল রয়্যাল এনফিল্ডের (Royal Enfield) Meteor 350। অত্যন্ত অভিজ্ঞ জুরি সদস্যদের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে মোটরসাইকেলটি ২০২১ ইন্ডিয়ান মোটরসাইকেল অফ দ্য ইয়ার (2021 Indian Motorcycle of the Year) খেতাব লাভ করেছে। প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেকটাই এগিয়ে মোট ৯৬ পয়েন্ট অর্জন করে Meteor 350 নিজের শীর্ষস্থান সুনিশ্চিত করেছে।

Meteor 350-র পরেই দ্বিতীয় স্থানে আছে KTM 390 Adventure। অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকটির ঝুলিতে এসেছে ৮১ পয়েন্ট। তৃতীয় স্থানে রয়েছে Hero Xtreme 160R। বাইকটি পেয়েছে ৫৯ পয়েন্ট। এছাড়াও প্রথম তিনটি স্থানে না থাকলেও পুরস্কারের অন্যতম দাবিদার ছিল আরও পাঁচটি মোটরবাইক। যেগুলি হল Bajaj Dominar 250, Honda Hornet 2.0, Hero Glamour 125, Hero Passion Pro এবং Husqvarna Svartpilen 250।

অবগতির জন্য জানিয়ে রাখি, Indian Motorcycle of the Year বা IMOY ভারতবর্ষে অটোমোবাইলের ক্ষেত্রে অন্যতম সর্বোচ্চ সম্মান হিসেবে গণ্য করা হয়। আবার এটি মোটর ইন্ডাস্ট্রির “অস্কার” হিসেবেও পরিচিত। ভারতের শীর্ষস্থানীয় অটোমোবাইল ম্যাগাজিনগুলির সিনিয়র এবং বিশিষ্ট সাংবাদিকরা একত্রিত হয়ে প্রতিবছর ভারতে উৎপাদিত এবং অ্যাসেম্বেল হওয়া বাইকগুলির মধ্যে মাইলেজ, পারফরম্যান্স, ডিজাইন, দাম, স্টাইলিং, স্বাচ্ছন্দ্য,  প্রযুক্তিগত উদ্ভাবন, প্রভৃতি মানদন্ডের ওপর ভিত্তি করে এই বিশেষ সম্মান প্রদান করে।

গতবছর যেমন- সেরা বাইকের খেতাব এসেছিল হিরোর (Hero) ঝুলিতে। গতবার Hero Xpulse 200 অফ-রোড বাইকটিকে সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছিল। বিগত কয়েকবছর কারা Indian Motorcycle of the Year সম্মানটি পেয়েছে সেই তালিকাটি এখন দেখে নেওয়া যাক। 

Royal Enfield Interceptor 650 (২০১৯), KTM 390 Duke (২০১৮), TVS Apache (২০১৭), Yamaha Y2F R3 (২০১৬), Harley Davidson Street 750 (২০১৫), Royal Enfield Continental GT (২০১৪), KTM 200 Duke (২০১৩), Honda CBR 250R (২০১২), Honda CB Twister (২০১১), Kawasaki Ninja 250R (২০১০), Yamaha Y2F R15 (২০০৯), Bajaj Pulsar 220 DTS-FI (২০০৮)।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন