5G ও 4G মডেলে শীঘ্রই বাজারে আসছে Oppo A74, থাকবে এই ফিচার

গত কয়েক সপ্তাহ ধরেই Oppo-র A সিরিজের বেশ কয়েকটি ফোন চর্চায় আছে। এই ফোনগুলি হল- Oppo A94, Oppo A54, Oppo A34, এবং Oppo A74। এরমধ্যে অপ্পো…

গত কয়েক সপ্তাহ ধরেই Oppo-র A সিরিজের বেশ কয়েকটি ফোন চর্চায় আছে। এই ফোনগুলি হল- Oppo A94, Oppo A54, Oppo A34, এবং Oppo A74। এরমধ্যে অপ্পো এ৭৪ ফোনটি ইতিমধ্যেই থাইল্যান্ডের NBTC, চীনা কোয়ালিটি সার্টিফিকেশন, ইন্দোনেশিয়া টেলিকম ও ওয়াই-ফাই সার্টিফিকেশন পেয়েছে। এবার ফোনটিকে আমেরিকার FCC সার্টিফিকেশন সাইটে দেখা গেল। যারপরে আর বলার অপেক্ষা রাখেনা Oppo A74 এর লঞ্চ হওয়া এখন সময়ের অপেক্ষা।

FCC সার্টিফিকেশন সাইটে Oppo A74 ফোনকে CPH2195 মডেল নম্বর সহ দেখা গেছে। অন্যান্য সার্টিফিকেশন সাইটেও ফোনটির একই মডেল নম্বর ছিল। আমেরিকার সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড কালারওএস ১১-এ চলবে। আবার এতে থাকবে 5G কানেক্টিভিটি ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আবার এর আকৃতি হবে ১৬২.৯ x ৭৪.৭ x ৮.৪ মিমি এবং ওজন ১৯০ গ্রাম।

প্রসঙ্গত এর আগে অপ্পো এ৭৪ ফোনকে চীনা কোয়ালিটি সার্টিফিকেশন ও ইন্দোনেশিয়া টেলিকম সাইটে 4G কানেক্টিভিটির সাথে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এছাড়াও এই সাইটগুলি থেকে জানা গিয়েছিল, ফোনটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ আসবে। আবার এর ওয়াই-ফাই ফ্রিকোয়েন্সি ব্যান্ড হবে ২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজ।

যদিও এছাড়া Oppo A74 এর অন্যান্য স্পেসিফিকেশন এখনও অজানা। গতবছর লঞ্চ হওয়া এর পূর্বসূরি Oppo A73 ফোনে ছিল, ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,০১৫ এমএএইচ ব্যাটারি, ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর, ১৬ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, ও ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন