IND vs USA: ছাঁটাই হবেন দুবে, এন্ট্রি হবে এই মহারথীর, জানুন আমেরিকার বিরুদ্ধে কেমন হবে ভারতের একাদশ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতীয় দল দারুণ পারফরম্যান্স অব্যাহত রেখেছে। উদ্বোধনী ম্যাচে আয়ারল্যান্ডকে হারানোর পর ভারত পাকিস্তানকেও হারিয়ে দেয়। নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের…

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতীয় দল দারুণ পারফরম্যান্স অব্যাহত রেখেছে। উদ্বোধনী ম্যাচে আয়ারল্যান্ডকে হারানোর পর ভারত পাকিস্তানকেও হারিয়ে দেয়। নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের জটিল পিচে উজ্বল পারফরমেন্স করেছে ভারতীয় তারকারা। ১২ জুন, বুধবার টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। এই ম্যাচ জিতলেই সুপার এইট-তে খেলার যোগ্যতা অর্জন করবে ভারত। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামেই (Nassau Cricket Stadium) এই ম্যাচও খেলতে চলেছে ভারত। সব মিলিয়ে কেমন হবে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন, আসুন জেনে নেওয়া যাক।

এখনও পর্যন্ত আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে জয় নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভারত। দুই ম্যাচেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের সব সিদ্ধান্তই সঠিক বলে প্রমাণিত হয়েছে। মনে হচ্ছিল, পাকিস্তান ম্যাচে হয়তো কুলদীপ যাদবকে সুযোগ দেবে দল। কিন্তু তা হয়নি। রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের সঙ্গেই গিয়েছিল ভারত। এখন প্রশ্ন উঠছে ভারত কি আমেরিকার বিরুদ্ধেও একই দল নিয়ে নামবে নাকি কোনও পরিবর্তন করবে। ভারত তাদের উইনিং কম্বিনেশনটি নষ্ট করে অন্য কোনও দলের সাথে খেলতে নামার খুব কম সম্ভাবনা রয়েছে।

তবে দলে পরিবর্তন আসতেও পারে। শিবম দুবের (Shivam Dube) পরিবর্তে তরুণ যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) দলে নেওয়া হতে পারে। এমন পরিস্থিতিতে জয়সওয়ালকে রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করতে দেখা যাবে এবং বিরাট কোহলিকে আবার তিন নম্বরে ব্যাট করতে দেখা যাবে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতের হয়ে ইনিংস ওপেন করছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। কিন্তু ওপেনিং করতে গিয়ে বিশেষ কোনো সাফল্য পাননি বিরাট।

আমেরিকার বিরুদ্ধে ভারতের ১১ রান

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে/যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ।