25 জুন লঞ্চের আগেই ফাঁস হল Motorola Razr 50 ও Razr 50 Ultra ফোনের দাম

মোটোরোলা তাদের নতুন ফোল্ডেবল ফোন, Motorola Razr 50 এবং Motorola Razr 50 Ultra আগামী ২৫ জুন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ তবে অফিসিয়াল ইভেন্টের আগেই এখন…

মোটোরোলা তাদের নতুন ফোল্ডেবল ফোন, Motorola Razr 50 এবং Motorola Razr 50 Ultra আগামী ২৫ জুন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ তবে অফিসিয়াল ইভেন্টের আগেই এখন এক ইউরোপীয় রিটেইল ওয়েবসাইট থেকে এই ডিভাইসগুলির দাম প্রকাশ্যে এসেছে। কত দামে পাওয়া যাবে Motorola Razr 50 এবং Motorola Razr 50 Ultra আসুন জেনে নেওয়া যাক।

ফাঁস হল Motorola Razr 50 এবং Motorola Razr 50 Ultra ফোনের দাম

ইউরোপীয় রিটেইল ওয়েবসাইট অনুযায়ী, মোটোরোলা রেজার ৫০ ফোনটি অরেঞ্জ, গ্রে এবং স্যান্ড কালার অপশনে পাওয়া যাবে। ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ হ্যান্ডসেটটির বেস মডেলের দাম ৮৯৯ ইউরো (প্রায় ৮০,৫০০ টাকা) থেকে শুরু হবে। অন্যদিকে যারা আরও প্রিমিয়াম ফোল্ডেবল এক্সপেরিয়েন্স চাইছেন, তারা Razr 50 Ultra বেছে নিতে পারেন, যার দাম ইউরোপীয় মার্কেটে ১,১৯৯ ইউরো (প্রায় ১,০৭,৩৩৫ টাকা) হবে বলে জানা গেছে। এই টপ-এন্ড মডেলটি গ্রীন, ব্লু ও পীচ কালার অপশনে আসবে এবং এতে ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ মিলবে।

Motorola Razr 50 এবং Razr 50 Ultra ফোনের স্পেসিফিকেশন

মোটোরোলা রেজার ৫০ আল্ট্রা ফোনে ৪ ইঞ্চির চওড়া কভার ডিসপ্লে এবং ৬.৯ ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে থাকবে। এগুলির উভয়ই ওলেড (OLED) প্রযুক্তি ব্যবহার করবে, যা আগের মডেলগুলির এলটিপিও অ্যামোলেড (LTPO AMOLED) ডিসপ্লেগুলিকে প্রতিস্থাপন করবে। ফোনটির প্রধান ডিসপ্লের রেজোলিউশন হবে ১,২৭২×১,০৮০ পিক্সেল।

Motorola Razr 50 Ultra ফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর চলে, যা আল্ট্রা মডেলটি ৮ জিবি থেকে ১৮ জিবি পর্যন্ত র‍্যাম অপশন এবং ১২৮ জিবি থেকে ১ টিবি পর্যন্ত স্টোরেজ বিকল্পগুলি অফার করবে। এতে ৩,৮০০ এমএএইচ ব্যাটারিও থাকবে। ক্যামেরার ক্ষেত্রে, মোটোরোলা রেজার ৫০ আল্ট্রা ফোনে দুটি ৫০ মেগাপিক্সেলের রিয়ার সেন্সর এবং একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে।

স্ট্যান্ডার্ড Motorola Razr 50 ফোনে ৬.৯ ইঞ্চির রিয়ার ডিসপ্লে থাকবে কিন্তু এর কভার ডিসপ্লেটি ছোট ৩.৬ ইঞ্চির হবে। এটি MediaTek Dimensity 7300X চিপসেটে চলবে। এই মডেলটিতে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের ও ১৩ মেগাপিক্সেলের সেন্সর সহ রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Motorola Razr 50 ফোনে ৪,২০০ এমএএইচ ব্যাটারি মিলবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন