Infinix GT 20 Pro vs Poco F6: ৩০ হাজার টাকার কমে কোন ফোনটি আপনার জন্য আদর্শ হবে

আপনি কি একটি ‘পাওয়ার প্যাকড’ স্মার্টফোন খুঁজছেন? কিন্তু বাজেট ৩০,০০০ টাকার কম? তাহলে Infinix GT 20 Pro (২১শে মে) অথবা Poco F6 (২৩শে মে) স্মার্টফোনের…

আপনি কি একটি ‘পাওয়ার প্যাকড’ স্মার্টফোন খুঁজছেন? কিন্তু বাজেট ৩০,০০০ টাকার কম? তাহলে Infinix GT 20 Pro (২১শে মে) অথবা Poco F6 (২৩শে মে) স্মার্টফোনের মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারেন। উভয় মডেলই মিড-রেঞ্জের অধীনে এসেছে। হ্যান্ডসেট দুটি একাধিক কার্যকরী ফিচারের সাথে এসেছে। তবে যারা ক্যামেরা-কেন্দ্রিক মোবাইল চান তাদের জন্য Infinix GT 20 Pro সেরা। আবার দুর্দান্ত পারফরম্যান্সের চাহিদা থাকলে Poco F6 বেছে নিতে পারেন। Infinix এবং Poco ফোন দুটির দাম ও ফিচার সম্পর্কে বিস্তারে আলোচনা করা হল। যাতে আপনারা নিজের জন্য উপযুক্ত মডেল বেছে নিতে পারেন।

Infinix GT 20 Pro vs Poco F6 : দাম

ইনফিনিক্স জিটি ২০ প্রো ফোনের ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম ২৪,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর উচ্চতর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এটি – মেকা ব্লু, মেকা অরেঞ্জ এবং মেকা সিলভার কালার অপশনে এসেছে।

ভারতে পোকো এফ৬ ফোনের দাম শুরু হচ্ছে ২৯,৯৯৯ টাকা থেকে। এই দাম এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের। আবার ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং টপ-এন্ড ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ অপশন দুটির দাম থাকছে যথাক্রমে ৩১,৯৯৯ টাকা ও ৩৩,৯৯৯ টাকা। এটি – টাইটানিয়াম গ্লো, ক্লাসিক ব্ল্যাক এবং এভারল্যান্ড গ্রিন রঙে বেছে নেওয়া যাবে।

Infinix GT 20 Pro vs Poco F6 : ডিসপ্লে, সেন্সর

ইনফিনিক্স জিটি ২০ প্রো ফোনে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED টাচস্ক্রিন রয়েছে, যা উচ্চ ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ২৩৪০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং, ১৩০০ নিট পিক ব্রাইটনেস, ৯৪.৩% স্ক্রিন-টু-বডি রেশিও এবং ডিসিআই-পি৩ কালার গ্যামেট কভারেজ সাপোর্ট করে। নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

পোকো এফ৬ ফোনে গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত ৬.৬৭-ইঞ্চির OLED ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১.৫কে রেজোলিউশন এবং ২,৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। নিরাপত্তার জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

Infinix GT 20 Pro vs Poco F6 : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

ইনফিনিক্স জিটি ২০ প্রো স্মার্টফোন মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ আল্টিমেট প্রসেসর সহ এসেছে। এতে ১২ জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ মিলবে। এই ফোন অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক এক্সওএস ১৪ কাস্টম স্কিনের সাথে প্রি-লোডেড হয়ে এসেছে।

পোকো এফ৬ ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এই হ্যান্ডসেট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপার ওএস কাস্টম স্কিনে রান করে।

Infinix GT 20 Pro vs Poco F6 : ক্যামেরা সেটআপ

Infinix GT 20 Pro ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান। এই ক্যামেরাগুলি হল – OIS সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এদিকে ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে।

Poco F6 ফোনের পিছনে দুটি প্রসারিত ক্যামেরা রিং রয়েছে, যার মধ্যে ডুয়েল সেন্সর অবস্থিত। এই ক্যামেরাগুলি হল – OIS সহ ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে।

Infinix GT 20 Pro vs Poco F6 : ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য ইনফিনিক্স জিটি ২০ প্রো স্মার্টফোনে ৪৫ ওয়াট ফাস্ট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

পোকো এফ৬ ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৯০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

Infinix GT 20 Pro vs Poco F6 : পরিমাপ

ইনফিনিক্স জিটি ২০ প্রো স্মার্টফোনের পরিমাপ ১৬৪.৩x৭৫.৪x৮.২ মিমি এবং ওজন ১৯৪ গ্রাম।

পোকো এফ৬ ফোনের পরিমাপ ১৬০.৫x৭৪.৫x৮ মিমি এবং ওজন ১৭৯ গ্রাম।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন