সস্তা মডেলেও তুখোড় পারফরম্যান্স, iPhone 16 সিরিজের সব মডেলে থাকবে Apple A18 প্রসেসর

আগামী সেপ্টেম্বর মাসেই সম্ভবত লঞ্চ হবে নতুন প্রজন্মের অ্যাপল আইফোন ১৬ সিরিজ। ফলে প্রায় রোজ এই লাইনআপ সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছে। বলতে দ্বিধা নেই…

আগামী সেপ্টেম্বর মাসেই সম্ভবত লঞ্চ হবে নতুন প্রজন্মের অ্যাপল আইফোন ১৬ সিরিজ। ফলে প্রায় রোজ এই লাইনআপ সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছে। বলতে দ্বিধা নেই আসন্ন সিরিজটি পূর্বসূরির তুলনায় একাধিক আপগ্রেডের সাথে আসবে। এর আগে জানা গিয়েছিল নয়া আইফোন সিরিজের আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলে নতুন এ-সিরিজ প্রসেসর ব্যবহার করা হবে। আবার স্ট্যান্ডার্ড আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাস হ্যান্ডসেটের সাথে হয়তো এ১৭ প্রো বায়োনিক চিপ দেওয়া হবে, যা গত বছরের আইফোন ১৫ প্রো ভ্যারিয়েন্টে ছিল। তবে আজ অ্যাপলের প্রোডাক্ট ডেটাবেস থেকে প্রসেসর ভ্যারিয়েন্ট সংক্রান্ত নতুন তথ্য ফাঁস হয়েছে। ব্যাকএন্ড কোড স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, সম্পূর্ণ অ্যাপল আইফোন ১৬ সিরিজ এ১৮ চিপসেট দ্বারা চালিত হবে।

আইফোন ১৬ সিরিজের চিপসেট সংক্রান্ত তথ্য ফাঁস হল

টিপস্টার নিকোলাস আলভারেজ অ্যাপল সাইট থেকে ব্যাক-এন্ড কোড আবিষ্কার করেছেন। ব্যাক-এন্ড কোডগুলি ইঙ্গিত দিচ্ছে যে, টিম কুকের সংস্থাটি চলতি বছরে আইফোন ১৬ সিরিজের অধীনে মোট চারটি মডেল রিলিজ করবে। আর প্রত্যেকটি ভ্যারিয়েন্টই এ১৮ চিপসেট দ্বারা চালিত হবে।

টিপস্টার দ্বারা আবিষ্কৃত কোড নম্বরগুলি হল-

  • আইফোন ১৭,১
  • আইফোন ১৭,২
  • আইফোন ১৭,৩
  • আইফোন ১৭.৪
  • এবং আইফোন ১৭,৫

অর্থাৎ কোডে ডিভাইসের নাম সহ একই ধরণের নম্বর ব্যবহার হতে দেখা গেছে। যার অর্থ অ্যাপল আসন্ন সিরিজের প্রত্যেকটি মডেলে অনুরূপ চিপসেট ব্যবহার করার পরিকল্পনা করছে। যদিও পঞ্চম কোডটি অন্য ডিভাইসের জন্য বরাদ্দ করা হয়েছে বলে মনে হচ্ছে। সম্ভবত নয়া প্রজন্মের আইফোন এসই।

জানিয়ে রাখি, অ্যাপল সাধারণত একটি ডিভাইসের আইডেন্টিফায়ার কোডকে চিপসেট ভ্যারিয়েন্টের সাথে লিঙ্ক করে থাকে। উদাহরণস্বরূপ, গত বছরের আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস মডেলে এ১৬ বায়োনিক প্রসেসর ব্যবহার করা হয়েছিল। তাই এগুলি যথাক্রমে – আইফোন ১৫,৪ এবং আইফোন ১৫,৫ কোড সহ এসেছিল। একইভাবে, এ১৭ প্রো বায়োনিক চিপসেট চালিত আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স -এই আইডেন্টিফায়ার কোড ছিল আইফোন ১৬,১ এবং আইফোন ১৬,২।

ফলে অ্যাপল যদি চলতি বছরের এই একই আইডেন্টিফায়ার কোড নম্বরিং স্কিম অনুসরণ করে, তবে আসন্ন চারটি আইফোন ১৬ মডেলই এ১৮ প্রসেসরে রান করবে।

এক্ষেত্রে টেক জায়ান্টটি টু-টায়ার সিস্টেম অনুসরণ করতে পারে। অর্থাৎ, নন-প্রো আইফোন ১৬ মডেলগুলিকে হয়তো এ১৮ চিপ সহ নিয়ে আসা হবে। আর ‘প্রো’ ভ্যারিয়েন্ট দুটিকে ভিন্ন জিপিইউ এবং সিপিইউ স্কোর যুক্ত এ১৮ প্রো প্রসেসরের সাথে লঞ্চ করা হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন