মোবাইল

15 হাজার টাকার কমে 6000mAh ব্যাটারির স্মার্টফোন, Realme, Samsung ও iQOO ব্র্যান্ডের ডিভাইস

Published on:

Realme samsung iqoo Smartphones with 6000mah battery under rs 15000

আপনি যদি বাজেট সেগমেন্টে দীর্ঘ ব্যাটারি লাইফের নতুন ফোন কিনতে চান তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা Samsung সহ বিভিন্ন ব্র্যান্ডের 5G স্মার্টফোনের কথা বলবো, যেখানে 6000mAh ব্যাটারি রয়েছে। আর এই ডিভাইসগুলি 15,000 টাকারও কম দামে কেনা যাবে। আবার এদের উপর এখন দুর্দান্ত ডিল পাওয়া যাচ্ছে। আসুন Realme, Samsung ও iQOO ব্র্যান্ডের 6000mAh ব্যাটারি সহ আসা স্মার্টফোনগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

6000mAh ব্যাটারির স্মার্টফোন

Samsung Galaxy M35 5G

স্যামসাং গ্যালাক্সি M35 5G এর 6 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ মডেলটি এখন অ্যামাজনে 14,999 টাকায় কেনা যাবে। এই স্মার্টফোনে 6.6-ইঞ্চি ডিসপ্লে আছে এবং এটি এক্সিনোস 1380 প্রসেসর দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য, এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। আবার এই ডিভাইসে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

WhatsApp Community Join Now

iQOO Z9x 5G

ভিভো-র সাব ব্র্যান্ড আইকোর এই বাজেট ফোনের 4 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 12,499 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও ব্যাঙ্ক অফারের মাধ্যমে 2,000 টাকা ছাড় আদায় করা যাবে। এই স্মার্টফোনে আছে 6.72 ইঞ্চি ডিসপ্লে এবং 4 এনএম স্ন্যাপড্রাগন 6 জেন 1 প্রসেসর। এতে 6000mAh ব্যাটারি পাওয়া যাবে, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Realme 14x 5G

রিয়েলমির এই স্মার্টফোনের 8 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে 15,301 টাকায় তালিকাভুক্ত আছে, এর সাথে 2,000 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাচ্ছে। এই ডিভাইসে 6.67-ইঞ্চি ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর আছে। ফটোগ্রাফির জন্য রয়েছে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ভাল ব্যাকআপের জন্য 45W ফাস্ট চার্জিং সহ 6000mAh ব্যাটারি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন