বাম্পার ডিসকাউন্ট, সেরা ফটোগ্রাফির Google Pixel 7a এখন অনেক কম দামে

গুগল পিক্সেল স্মার্টফোনগুলি দুর্দান্ত ক্যামেরা এবং ক্লিন অ্যান্ড্রয়েড অভিজ্ঞতার জন্য বিশেষভাবে পরিচিত। আপনিও যদি নতুন বছরে সাশ্রয়ী মূল্যে ব্র্যান্ডের একটি ফোন কিনতে চান তাহলে Google Pixel 7a নিতে পারেন। নতুন বছর উপলক্ষে অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট ডিভাইসটিকে খুব কম দামে তালিকাভুক্ত করেছে। ব্যাঙ্ক অফারের সুবিধা নিতে পারলে এই ডিভাইসটিকে 25,000 টাকারও কম দামে কেনা যাবে।
মজবুত বিল্ড কোয়ালিটির পাশাপাশি Google Pixel 7a রয়েছে ক্লিন অ্যান্ড্রয়েড স্কিন এবং দুর্দান্ত গুগলের ক্যামেরা সিস্টেম। আবার এই ফোনে বিশেষ এআই ফিচারও পাওয়া যাবে। যার মধ্যে রয়েছে ফটো আনব্লার, ম্যাজিক ইরেজার এবং নাইট সাইটের মতো ফটো এডিটিং ফিচার। এছাড়াও, জেমিনি এআই এর সুবিধা পাওয়া যাবে।
Google Pixel 7a এর সাথে মিলবে দুর্দান্ত অফার
ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে গুগল পিক্সেল 7a এর 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অফারে 26,999 টাকায় তালিকাভুক্ত আছে। আবার এইচডিএফসি ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 3,000 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এর পরে, ডিভাইসটির দাম কমে হবে 24,999 টাকা।
এছাড়া পুরানো ফোন এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ 16,350 টাকা ডিসকাউন্টের সুবিধা নেওয়া যাবে। তবে এই ছাড় নির্ভর করে পুরানো ফোনের মডেল এবং এর অবস্থার উপর। ডিভাইসটি চারকোল, কোরাল, সি এবং স্নো এর মতো কালার অপশনে পাওয়া যাবে।
Google Pixel 7a এর স্পেসিফিকেশন
এই পিক্সেল স্মার্টফোনে হাই-রিফ্রেশ রেট সাপোর্টসহ 6.1 ইঞ্চি OLED ডিসপ্লে রয়েছে এবং পারফরম্যান্সের জন্য গুগলের ইন-হাউস টেনসর G2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে রয়েছে 64 মেগাপিক্সেল প্রাইমারি ও 13 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং সামনে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে 4410mAh ব্যাটারি রয়েছে এবং এই ব্যাটারি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।