বালিতে আটকে মহা বিপদে কয়েক কোটির ফেরারি, শেষে উদ্ধার করে আনল গরুর গাড়ি!

সমুদ্র সৈকতের ধারে গাড়ি চালানো মনমুগ্ধকর হলেও, নানা সমস্যায় পড়তে হতে পারে। সেটাই হল রায়গড়ের রেভদন্ডা সৈকতে একটি বিলাসবহুল ফেরারি (Ferrari) গাড়ির সঙ্গে। অপ্রত্যাশিত ভাবে গাড়িটি বালির মধ্যে আটকে যায়। সেই গাড়িকে টেনে উদ্ধার করল গরুর গাড়ি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। ইতিমধ্যে প্রচুর দর্শক ভিডিয়োটি দেখে ফেলেছেন।
দেশি টোটকায় ঝাঁ চকচকে ফেরারি ক্যালিফোর্নিয়া উদ্ধার করা হল রায়গড়ে। বিলাসবহুল গাড়ি ফেরারি ক্যালিফোর্নিয়া (Ferrari California)। গতি এবং ঐশ্বর্যের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। মুম্বইয়ের দুই পর্যটক গাড়িতে ছিলেন। রেভদন্ডা সমুদ্র সৈকতে চালানোর সময় হঠাৎ আলগা বালিতে আটকে যায় গাড়িটি। তার পর দ্রুত নীচের দিকে যেতে শুরু করে গাড়ির চাকা। নরম জমিতে নানা চেষ্টা করেও গাড়িটি বের করতে ব্যর্থ হোন তাঁরা।
অবশেষে উদ্ধার করার জন্য ডাকা হয় একটি গরুর গাড়ি। জানা গিয়েছে, গরুর গাড়িটি পাশ দিয়েই যাচ্ছিল। তাঁকে সাহায্যের জন্য ডাকেন ফেরারির মালিক। আশ্চর্যের বিষয়, ষাঁড়ের শক্তির বলে অনায়াসে গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়। এমন অভাবনীয় ঘটনা দ্রুত নজর কেড়েছে নেটাগরিকদের। সোশ্যাল মিডিয়া হু হু হয়েছে ক্লিপটি। হাসির নানা মন্তব্যে ভরে উঠেছে ভিডিয়োর কমেন্ট বক্স।
ℝ???????????????????? | Two tourists from Mumbai brought a Ferrari car to Alibag for a picnic. The car got stuck in the sand at Revdanda beach. A man was passing by with his bullock cart, and the Ferrari was tied to the cart with a rope. The bullocks then pulled the Ferrari out of the… pic.twitter.com/HZuGQrnwHU
— ℝ???????? ???????????????? (@Rajmajiofficial) December 31, 2024
প্রসঙ্গত, কিছুদিন আগে রাজস্থানের কুচামান নগর পরিষদের বিরোধী নেতা অনিল সিং মেদটিয়ার একটি উচ্চ প্রযুক্তির ইলেকট্রিক গাড়িকে এমন ভাবেই উদ্ধার করা হয়েছিল। অনেকটা ফেরারির মতো, গাড়িটিকে একটি গরু দ্বারা টেনে উদ্ধার করা হয়েছিল। সেই ভিডিয়োও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। দেশি উপায়ে এমন নামী দামিকেও উদ্ধার করা যায়, তার জ্বলজ্যান্ত উদাহরণ এই ঘটনা।