মোবাইল

30 হাজার টাকার নীচে চমৎকার ব্যাটারি, এই 5 ফোন নিমেষে হবে চার্জ

Published on:

best-good-battery-life-fast-charging-smartphones-rs-30000

আপনি কি দীর্ঘ ব্যাটারি লাইফের দুর্দান্ত কোনো স্মার্টফোন খোঁজ করছেন? বাজেট নিয়ে চিন্তা নেই? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা এমন কয়েকটি ডিভাইসের কথা বলবো, যেগুলি সিঙ্গেল চার্জে 15 থেকে 16 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দেবে। রয়েছে 100 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং। চলনু 30 হাজার টাকার কমে সেরা ব্যাটারি বৈশিষ্ট্যযুক্ত ফোনগুলি দেখে নিন।

30 হাজার টাকার মধ্যে সেরা ব্যাটারি লাইফের ফোন

Nothing Phone 2a Plus

2024 সালে লঞ্চ হয়েছে Nothing Phone 2a Plus। এই স্মার্টফোনে রয়েছে একাধিক নজরকাড়া বৈশিষ্ট্য। ব্যাটারি ক্যাপাসিটি 5,000mAh ব্যাটারি। এর সঙ্গে 50 ওয়াট ফাস্ট চার্জিং। ব্যাটারি ও চার্জিং ছাড়াও Nothing Phone 2a Plus মডেলে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7350 প্রো প্রসেসর। দুর্দান্ত পাওয়ার দক্ষতা এবং 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে পারে এই ফোন।

WhatsApp Community Join Now

Vivo V40e

দ্বিতীয় স্মার্টফোনটি হল Vivo V40e। এতেও রয়েছে চমৎকার ব্যাটারি লাইফ। এর ব্যাটারি ক্যাপাসিটি 5500mAh, সঙ্গে 80 ওয়াট ফাস্ট চার্জিং। এক চার্জে 16 ঘণ্টা চলতে পারে এই ফোন। রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর, যা ডিভাইসটিকে উন্নত পাওয়ার দক্ষতার সাথে শক্তিশালী কার্যক্ষমতা প্রদান করে।

OnePlus Nord 4

30 হাজারের কমে আরও একটি সেরা বিকল্প হল OnePlus Nord 4। দীর্ঘ ব্যাটারি লাইফের জন্য রয়েছে 5500mAh ক্যাপাসিটি এবং 100 ওয়াট ফাস্ট চার্জিং। এটি সিঙ্গেল চার্জে 15 থেকে 16 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে, যা একটি মিড-রেঞ্জ স্মার্টফোনের ক্ষেত্রে আকর্ষণীয় বৈশিষ্ট্য। প্রসেসর হিসেবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ জেন 3।

Oppo Reno 125G

ভালো ব্যাটারি লাইফের তালিকার পরবর্তী স্মার্টফোন হল Oppo Reno 125G। এতে একটি 5000mAh ব্যাটারি পাওয়া যাবে, সঙ্গে 80 ওয়াট ফাস্ট চার্জিং। স্মার্টফোনটি এক চার্জে 12 থেকে 14 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে সক্ষম। 0 থেকে 100 শতাংশ চার্জ হতে সময় নেয় প্রায় 50 মিনিট।

Motorola Edge 50 Fusion 5G

30,000 টাকার নিচে আরও একটি ফোন Motorola Edge 50 Fusion 5G। এই স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারি এবং 68 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। মোটোরোলা এজ 50 ফিউশন একবার চার্জে 10 থেকে 12 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে পারে। ডিভাইসটি 0 থেকে 100 শতাংশ চার্জ হতে সময় নেয় প্রায় এক ঘণ্টা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন