গ্যাজেট

ফোন চালিয়ে একঘেয়ে লাগছে? চিন্তা নেই, এবার গেম খেলার জন্য ট্যাব আনছে Redmi

Published on:

Redmi gaming tablet launch timeline chipset display size tipped

Xiaomi নতুন বছরে একটি গেমিং ট্যাবলেট বাজারে আনবে বলে খবর সামনে আসছে। চাইনিজ টেক জায়ান্টটি তাদের Redmi ব্র্যান্ডের অধীনে ডিভাইসটি লঞ্চ করবে। সংস্থা আনূষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা না করলেও এক জনপ্রিয় টিপস্টারের ইঙ্গিত, রেডমির গেমিং ট্যাব হাই-পারফরম্যান্স অফার করবে। এতে Dimensity 9400+ প্রসেসর ব্যবহার করা হতে পারে।

Redmi Gaming ট্যাবলেট আসছে বাজারে

মিডিয়াটেক গত বছরের অক্টোবরে ডাইমেনসিটি 9400 লঞ্চ করেছে এবং এই ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেটের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে উপস্থিত হয়েছে। মিডিয়াটেক চিপটির আরও উন্নত সংস্করণ নিয়ে হাজির হতে চলেছে। যার নাম ডাইমেনসিটি 9400+ এবং রেডমির আপকামিং গেমিং ট্যাবটি উক্ত প্রসেসর যুক্ত প্রথম ডিভাইস হিসাবে আত্মপ্রকাশ করতে পারে।

WhatsApp Community Join Now

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, Xiaomi নতুন Dimensity 9400+ চালিত একটি ফোনের পাশাপাশি সেই গেমিং ট্যাবলেটটি রিলিজ করার প্রস্তুতি নিতে শুরু করেছে। অফিশিয়াল লঞ্চ হতে পারে 2025 সালের তৃতীয় ত্রৈমাসিকে। উল্লেখ্য, এই সময়ে Snapdragon 8 Elite Leading ভার্সন যুক্ত ফোন বাজারে চলে আসতে পারে।

জানা গিয়েছে, Redmi গেমিং ট্যাবলেটটি একটি 8.8 ইঞ্চি LCD স্ক্রিন সহ কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টর অফার করবে। এটি আকারের দিক থেকে Lenovo Legion ট্যাবলেটের মতো একই ক্যাটেগরিতে পড়বে। সঙ্গে অতি পাতলা এবং হালকা মেটাল বডি থাকবে। গেমিং ট্যাব হওয়ার অর্থ ডিভাইসটি অন্তত 120 হার্টজ বা 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্টের সঙ্গে আসবে। এছাড়া, ট্যাবটির সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন