রিয়েলমি অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতে Realme 14 Pro সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা করল। Realme 14 Pro এবং Realme 14 Pro+ আগামী 16 জানুয়ারি দুপুর 12টায় দেশে রিলিজ হবে। রিয়েলমির ওয়েবসাইটের পাশাপাশি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে দুই ফোন। চারটি রঙে মিলবে এই সিরিজ। তার মধ্যে পার্ল হোয়াইট মডেলে কালার-চেঞ্জিং ডিজাইন থাকছে।
Realme 14 Pro সিরিজ সম্পর্কে কী কী তথ্য প্রকাশ হয়েছে
একাধিক টিজার ও রিপোর্ট ইতিমধ্যেই Realme 14 Pro ও 14 Pro+ সম্পর্কে প্রচুর তথ্য সামনে এনেছে। ফ্লিপকার্টে লাইভ থাকা মাইক্রোসাইট থেকে জানা গিয়েছে যে, এই সিরিজের ফোনগুলিতে 3,840 হার্টজ PWM ডিমিং, আই কেয়ার প্রোটেকশন, 1.6 মিমি স্লিম বেজেল, ও সেন্টার পাঞ্চ-হোল সহ 120 হার্টজ কোয়াড কার্ভড 1.5K রেজোলিউশনের ডিসপ্লে রয়েছে। সঙ্গে মিলবে IP66+IP68+IP69 ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স বৈশিষ্ট্য।
রিয়েলমি 14 প্রো সিরিজ পার্ল হোয়াইট, গ্রে এবং ইন্ডিয়া-এক্সক্লুসিভ বিকানির পার্পল ও জয়পুর পিঙ্ক রঙে পাওয়া যাবে। প্রো মডেলে ডাইমেনসিটি 7300 এনার্জি এবং প্রো+ ভ্যারিয়েন্টে স্ন্যাপড্রাগন 7s Gen 3 প্রসেসর ব্যবহার হবে। ক্যামেরা রিয়েলমির বিশেষ ফোকাস হতে চলেছে এই সিরিজে। প্রতিটি ফোনে তিনটি বিশেষ ফ্ল্যাশ থাকবে, যার পোশাকি নাম ‘ম্যাজিকগ্লো ট্রিপল ফ্ল্যাশ’ সিস্টেম। ব্যবহারকারীদের উজ্জ্বলতা এবং রঙের তাপমাত্রা সামঞ্জস্য করতে দেবে এটি।
রিয়েলমি 14 প্রো+ ফোনটির 50 মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা 120X সুপার জুম, 3X অপটিক্যাল জুম, এবং 6X লসলেস জুম অফার করবে। অন্য দুই ক্যামেরা হিসাবে থাকছে 50 মেগাপিক্সেল Sony IMX896 প্রাইমারি সেন্সর ও 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সামনে থাকবে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। গোটা সিরিজের ব্যাটারি ক্যাপাসিটি হবে 6,000 এমএএইচ।