অ্যাপলের লেটেস্ট iPhone 16 মডেলটি ভারতীয় বাজারে প্রায় 80,000 টাকায় লঞ্চ হয়। তবে এত দাম দিয়ে ডিভাইসটি কেনা সবার পক্ষে সম্ভব নয়। তাই অনেকেই এখনও পুরানো আইফোন মডেলগুলি কিনছেন। তবে আপনি চাইলে 2025 সালের শুরুতে iPhone 16 কিনতে পারেন, কারণ ফ্লিপকার্ট এখন এই ফোনের সাথে বাম্পার অফার দিচ্ছে। আপনি ডিভাইসটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার সহ কিনতে পারবেন।
iPhone 16 এর উপর বাম্পার ডিসকাউন্ট
অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে, আইফোন 16 এর বেস মডেল 79,900 টাকার পরিবর্তে 7000 টাকা ফ্ল্যাট ছাড়ের পরে 72,900 টাকায় তালিকাভুক্ত আছে। আবার এসবিআই ক্রেডিট কার্ড, কোটাক ব্যাঙ্ক ক্রেডিট কার্ড বা আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 4,000 টাকা ছাড় পাওয়া যাবে। ইউপিআই পেমেন্টে মিলবে 2,000 টাকা অতিরিক্ত ডিসকাউন্ট।
আপনি যদি ব্যাঙ্ক অফারের সুবিধা পেয়ে যান তাহলে আইফোন 16 মাত্র 68,900 টাকায় কিনতে পারবেন। অর্থাৎ মোট 11,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করলে 41,150 টাকা পর্যন্ত সর্বাধিক ডিসকাউন্ট মিলবে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ ভ্যালু পুরানো ফোনের মডেল এবং এর অবস্থার উপর নির্ভর করবে।
iPhone 16 এর স্পেসিফিকেশন ও ফিচার
আইফোন 16 মডেলে আছে 6.1 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে এবং এতে বিশেষ ক্যামেরা কন্ট্রোল হার্ডওয়্যার উপলব্ধ। এর ব্যাক প্যানেলে রয়েছে 48 মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা এবং 2x অপটিক্যাল কোয়ালিটির টেলিফটো জুম সাপোর্ট। পারফরম্যান্সের জন্য, আইফোন 16 ফোনে ব্যবহার করা হয়েছে A18 প্রসেসর এবং এটি সারাদিন ব্যাটারি ব্যাকআপ দেবে। এটি অ্যালুমিনিয়াম বিল্ডের সাথে এসেছে এবং এতে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার পাওয়া যাবে।