iQOO Z9 Pro: অ্যান্টি-শেক ক্যামেরা দিয়ে নয়া ফোন আনছে আইকিউ, লিস্টেড হল BIS সাইটে

আইকিউ ভারতে ফের নতুন ফোন আনতে চলেছে। নয়া মডেলটির নাম হবে আইকিউ জেড৯ প্রো। এটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস সাইটে হাজির হয়ে এদেশে…

Iqoo Z9 Pro Appears On Bis Website Camera Specs Leaked

আইকিউ ভারতে ফের নতুন ফোন আনতে চলেছে। নয়া মডেলটির নাম হবে আইকিউ জেড৯ প্রো। এটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস সাইটে হাজির হয়ে এদেশে খুব তাড়াতাড়ি লঞ্চের জল্পনা উস্কে দিয়েছে। আবার ক্যামেরা এফভি-৫ ডেটাবেস থেকে আইকিউ জেড৯ লাইটের ক্যামেরা স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।

মাইস্মার্টপ্রাইসের রিপোর্ট অনুযায়ী, আইকিউ জেড৯ প্রো বিআইএস সাইটে আই২৩০৫ মডেল নম্বরের সঙ্গে লিস্টেড হয়েছে। এই লিস্টিং থেকে ডিভাইসটির কোনও স্পেসিফিকেশন সামনে আসেনি। তবে ক্যামেরা এফভি-৫ ডেটাবেস স্মার্টফোনটিতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (ওআইএস) সাপোর্ট যুক্ত ক্যামেরা থাকার ইঙ্গিত দিয়েছে।

ডেটাবেস অনুযায়ী, আইকিউ জেড৯ প্রো প্রাইমারি ক্যামেরাটি সর্বাধিক ৪০৯৬x৩০৭২ পিক্সেল রেজোলিউশন অফার করবে। এটি ৬৮.২ ডিগ্রি হরাইজন্টাল ও ৫৮.৩ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ১x ম্যাগনিফিকেশন সাপোর্ট করবে। এছাড়া, সেন্সরটির অ্যাপারচার এফ/১.৮ ও ফোকাল লেংথ ২৬.৬ মিমি। ক্যামেরাটি জেপিইজি/ডিএনজি ফরম্যাটে ছবি শুট করবে।

আইকিউ জেড৯ প্রো-র-র মেইন ক্যামেরায় ৭২-৩২০০ আইএসও রেঞ্জ থাকতে পারে। হ্যান্ডসেটটির অন্যান্য ক্যামেরাগুলি কেমন হতে পারে তা অবশ্য জানা যায়নি। প্রসঙ্গত, এই সিরিজের অধীনে জেড৯ টার্বো+ নামে আরেকটি মডেল আনছে কোম্পানি। দু’টি ফোন একইসাথে লঞ্চ হতে পারে।