ফাঁকা জমি বা বাড়ির ছাদে টাওয়ার বসিয়ে মাস গেলে মোটা টাকা ভাড়া পাবেন। এই রকম লোভ দেখিয়ে প্রতারণা করা হচ্ছে দেশজুড়ে। এই জালিয়াতি থেকে সাবধান করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। মোবাইল টাওয়ারের নাম করে নানা ভাবে গ্রাহকদের ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে। 2025 এর শুরুতেই এমন জালিয়াতি শুরু হয়েছে দেশের একাধিক শহরে
মিথ্যে টাওয়ার ইন্সটল থেকে সাবধান
সাধারণ মানুষকে https://bsnltowersite.in/ নামে একটি ভুয়ো ওয়েবসাইট বানিয়ে ঠকানো হচ্ছে। এই ওয়েবসাইট BSNL-এর প্রতিনিধিত্ব করে এমন দাবি করা হচ্ছে। এই ওয়েবসাইট থেকে গ্রামীণ, আধা-শহুরে এবং শহুরে এলাকায় ছাদে টাওয়ার স্থাপনের জন্য 25,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত মাসিক ভাড়া দেওয়ার দাবি করা হচ্ছে। কিন্তু BSNL জানিয়েছে তারা কখনই এমন বিজ্ঞাপন দেয়নি। এটি সম্পূর্ণ একটি স্ক্যাম বা জালিয়াতি। অর্থ উপার্জন করার লোভ দেখিয়ে মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করার প্রচেষ্টা জালিয়াতদের।
BSNL এই প্রতারণামূলক ওয়েবসাইট সম্পর্কে সারা দেশে তার গ্রাহকদের সতর্ক করেছে। এর জন্য একটি মিডিয়া পোস্টও শেয়ার করেছে কোম্পানি। তারা জানিয়েছে যে, এই ওয়েবসাইটটি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লোকেদের বিভ্রান্ত করছে এবং, ব্যবহারকারীদের এটি থেকে কোনও দাবি বা বার্তা উপেক্ষা করার আহ্বান জানিয়েছে।
আপনি কীভাবে সতর্ক থাকবেন?
আপনি যদি কোনও ধরনের টেক্সট মেসেজ বা অফার পেয়ে থাকেন, যা টাওয়ার স্থাপনের জন্য লোভনীয় অর্থপ্রদানের দাবি করে, তাহলে আপনাকে অবিলম্বে সেগুলি যাচাই করতে হবে। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অফিসিয়াল সোর্সগুলি যাচাই করুন। প্রয়োজনে পুলিশে অভিযোগ জানান।