গ্যাজেট

মেমোরি নিয়ে চিন্তা নেই, 6550mAh ব্যাটারি সহ লঞ্চ হল নতুন Lenovo ট্যাব

Published on:

lenovo-legion-tab-2025-launched-in-ces-2025-specifications-price

সিইএস 2025 ইভেন্টে লেনোভো তাদের নতুন ট্যাব Lenovo Legion Tab (2025) লঞ্চ করেছে। কোম্পানির এই লেটেস্ট ট্যাবে 12 জিবি র‌্যাম এবং 512 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। এই ট্যাবলেট 6550mAh ব্যাটারি সহ এসেছে, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি এক্লিপস ব্ল্যাক কালার অপশনে এসেছে। আসুন এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Lenovo Legion Tab (2025) এর দাম

গ্লোবাল মার্কেটে লেনোভো লিজিয়ন ট্যাব (2025) এর দাম শুরু হয়েছে 499.99 মার্কিন ডলার (প্রায় 42,900 টাকা)। ডিভাইসটি 12 জিবি র‌্যাম এবং 512 জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।

WhatsApp Community Join Now

Lenovo Legion Tab (2025) এর ফিচার ও স্পেসিফিকেশন

লেনোভো লিজিয়ন ট্যাব (2025) ট্যাবে 2560 x 1600 পিক্সেল রেজোলিউশনের 8.8-ইঞ্চি এলসিডি স্ক্রিন আছে। ডিসপ্লেটি 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর পিক ব্রাইটনেস লেভেল 500 নিট। এই ট্যাবটি 12 জিবি এলপিডিডিআর5এক্স র‌্যাম এবং 512 জিবি পর্যন্ত ইউএফএস 4.0 স্টোরেজ সহ এসেছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ট্যাবের মেমোরি 1 টিবি পর্যন্ত বাড়ানো যাবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট ব্যবহার করা হবে।

ফটোগ্রাফির জন্য, এই ট্যাবলেটে 13-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ট্যাবটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ZUI 16.1 কাস্টম স্কিনে চলবে। লেনোভো এর সাথে 4 বছরের জন্য তিনটি ওএস আপডেট ও সিকিউরিটি আপডেট দেবে।

পাওয়ার ব্যাকআপের জন্য ট্যাবে 6550mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর কানেক্টিভিটির অপশনের মধ্যে রয়েছে ওয়াই-ফাই 7, ব্লুটুথ 5.4, ইউএসবি টাইপ-সি 3.2, জেন 2 এবং ইউএসবি টাইপ-সি 2.0। সাউন্ডের জন্য এতে দুটি স্পিকার উপস্থিত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন