স্মার্ট ইলেকট্রিক বাইক আনছে Royal Enfield। গত বছর নভেম্বরে মিলানে উন্মোচন হয়েছিল Royal Enfield Flea। এই বৈদ্যুতিক মোটরসাইকেলে থাকবে স্মার্টফোনের মতো রিয়েল টাইম কানেক্টিভিটি। চিপ প্রস্তুতকারক Qualcomm এর সঙ্গে গাঁটছড়া বেধে বাইকের ফিচার্স সাজাচ্ছে রয়্যাল এনফিল্ড। বাইকটিতে পাওয়া যাবে QWM2290 প্রসেসর। Snapdragon কার টু ক্লাউড প্ল্যাটফর্মের ভিত্তিতে কানেক্টিভিটি ফিচার্সগুলি পাওয়া যাবে।
Royal Enfield Flea বাইকে Qualcomm প্রসেসর
এমন অত্যাধুনিক বাইক ভারতে লঞ্চ হলে তা প্রথম মোটরসাইকেল হবে। বাইকের যাবতীয় হার্ডওয়্যার পার্টস ও ডিজাইন এনফিল্ড তৈরি করলেও, ফিচার্স ডিজাইন করার জন্য নিযুক্ত করা হয়েছে কোয়ালকম এর একটি আলাদা টেকনিক্যাল টিম। যে QWM2290 প্রসেসর থাকবে, তার মাধ্যমে বাইকের যাবতীয় ডিজিটাল ফিচার্স পাওয়া যাবে। বাইকে যে TFT স্ক্রিন থাকবে সেখানে ভেসে উঠবে সমস্ত ডেটা।
4G, ব্লুটুথ, WiFi কানেক্টিভিটির মাধ্যমে বাইক চালু এবং বন্ধ থাকা অবস্থায় কানেক্ট করতে পারবেন। এছাড়াও পাওয়া যাবে বিশেষ ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার। বাইকটিতে পাঁচটি প্রি-সেট রাইডিং মোড রাখছে রয়্যাল এনফিল্ড। রাস্তার পরিস্থিতি অনুযায়ী রাইডিং মোড কাস্টমাইজ করতে পারবেন। বাইক লক ও আনলক করা যাবে মোবাইল ফোন দিয়েই।
এক্ষেত্রে জানিয়ে রাখি, Royal Enfield Flea একটি ব্র্যান্ড হিসাবে বাজারে আনতে চলেছে কোম্পানি। প্রথমে দুটি বাইক লঞ্চ করা হবে – FF-C6 এবং FF-S6। একটি স্ক্র্যাম্বলার বাইক, আর একটি ইলেকট্রিক রেট্রো বাইক। 2026 সালে বাইকগুলি সম্ভবত লঞ্চ হতে পারে। ভারত ছাড়াও, পাওয়া যাবে ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড এবং ব্রাজিলে।