মোবাইল

10 হাজার টাকার কমে 12 জিবি র‌্যামের স্মার্টফোন, সবচেয়ে সস্তা মডেলের মূল্য 6999 টাকা

Published on:

Best smartphones with 12gb ram under rs 10000 in 2025

ফোনে অনেকে বেশি র‌্যাম পছন্দ করেন। কারণ র‌্যাম ডিভাইসের পারফরম্যান্সে প্রভাব ফেলে। কিন্তু বেশি র‌্যামের স্মার্টফোন কিনতে হলে টাকাও বেশি ব্যয় করতে হবে। তবে এখন ভার্চুয়াল র‌্যামের কারণে কম দামি ফোনেও বেশি র‌্যাম পাওয়া যায়। আপনি 10 হাজার টাকার কমেও 12 জিবি র‌্যামের (ভার্চুয়াল র‌্যাম সমর্থন সহ) ডিভাইস কিনতে পারবেন। এই প্রতিবেদনে আমরা চারটি হ্যান্ডসেটের বিষয়ে বলবো যেখানে 12 জিবি র‌্যাম পাওয়া যাবে, আর একটি মডেলের দাম 6,999 টাকা থেকে শুরু।

10,000 টাকার মধ্যে 12 জিবি র‌্যামের দুর্দান্ত ফোন

Samsung Galaxy A05

স্যামসাং গ্যালাক্সি A05 এর 6 জিবি র‌্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজন ইন্ডিয়ায় 8490 টাকায় পাওয়া যাচ্ছে। এতে র‌্যাম প্লাস ফিচার রয়েছে, যা এর মোট র‌্যাম 12 জিবি পর্যন্ত করে দেবে।

WhatsApp Community Join Now

itel A70

আইটেল A70 এর 12 জিবি র‌্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে 9,490 টাকায় বিক্রি হচ্ছে। এতে 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে।

itel P55 4G

এই ফোনে মেমোরি ফিউশন সহ 12 জিবি পর্যন্ত র‌্যাম পাওয়া যাবে। এতে রয়েছে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ। এতে ৫০ মেগাপিক্সেল ক্যামেরাও উপস্থিত। এর দাম 6,999 টাকা।

Redmi A3

এই ফোনে ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট সহ মোট 12 জিবি পর্যন্ত র‌্যাম রয়েছে। সাথে পাওয়া যাবে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ। অ্যামাজনে এই স্মার্টফোনটির দাম 7894 টাকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন