Women’s Asia Cup: পাকিস্তানের পর এবার আরবকেও উড়িয়ে দিল ভারতীয় নারীরা, ৭৮ রানের জয়ে বজায় থাকলো ভারতের বিজয়রথ

২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আরব আমিরাতের ব্যাটিং পুরোপুরি ফ্লপ হয়। ভারতীয় মহিলা বোলাররা দুর্দান্ত বোলিং করে সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ১২৩ রানের মধ্যে আটকে দেয়।

India Women Beat Uae Women By 78 Runs In Their 2Nd Match And Top The Table

ভারতীয় মহিলা ক্রিকেট দল বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে। নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭৮ রানে হারিয়েছে তারা। টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ভারতীয় দল ঝড়ো ব্যাটিং করে টি-টোয়েন্টিতে নিজেদের সবচেয়ে বড় স্কোর গড়ে। ৫ উইকেটে ২০১ রান করে ভারত। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১২৩ রান তুলতে পারে আরব আমিরাত।

২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আরব আমিরাতের ব্যাটিং পুরোপুরি ফ্লপ হয়। ভারতীয় মহিলা বোলাররা দুর্দান্ত বোলিং করে সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ১২৩ রানের মধ্যে আটকে দেয়। ভারতের হয়ে ২টি উইকেট নেন দীপ্তি শর্মা।

এছাড়া রেণুকা ঠাকুর সিং, তনুজা কানওয়ার, পূজা বস্ত্রকার ও রাধা যাদব ১টি করে উইকেট নেন। সংযুক্ত আরব আমিরাতের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪০ রান করেন কাভিশা। তার ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া আরব আমিরাতের অধিনায়ক ইশা রোহিত ওজাও করেছেন ৩৮ রান।

ভারতীয় ব্যাটিংয়ের কথা বললে, দুই ওপেনার স্মৃতি মন্ধনা এবং শেফালি বর্মা আজ বড় স্কোর করতে ব্যর্থ হন। তবে নিচের দিকে এসে দলের হাল ধরেন হরমনপ্রীত ক্যর এবং বঙ্গতনয়া রিচা ঘোষ। হরমনপ্রীত ৪৭ বল‌ খেলে ৬৬ রান করেন। অন্যদিকে মাত্র ২৯ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রিচা। এই জয়ে ভারত নিজেদের গ্রুপে শীর্ষস্থান ধরে রাখল।