টেলিকম

ঘন ঘন রিচার্জ থেকে বাঁচাল Jio, 28 দিন থেকে 336 দিনের প্রিপেড প্ল্যান দেখে নিন

Published on:

Reliance Jio users best recharge plan 28 days to 336 days validity

ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও। দেশে কয়েক কোটি গ্রাহক রয়েছে এই সংস্থার। আপনি যদি জিও এর সিম ব্যবহার করে থাকেন, তাহলে আপনাকে ঘন ঘন রিচার্জ করতে হবে না। একাধিক প্রিপেড প্ল্যান রয়েছে, যা রিচার্জ করলে কয়েক মাসের জন্য নিশ্চিন্ত থাকতে পারবেন। এই প্রতিবেদনে 28 দিন থেকে 336 দিন ভ্যালিডিটি সম্পন্ন রিচার্জ প্ল্যানের তালিকা দেওয়া হল।

Jio 189 টাকার রিচার্জ

জিও এর 189 টাকার প্ল্যান হল বাজেট-ফ্রেন্ডলি রিচার্জগুলির মধ্যে একটি। এই প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। এছাড়া পাবেন যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং 28 দিনের জন্য 2GB ডেটা, 300টি SMS, জিও সিনেমা, জিও ক্লাউড এবং জিও টিভিতে বিনামূল্যে সাবস্ক্রিপশন।

WhatsApp Community Join Now

Jio 479 টাকার রিচার্জ

যে সমস্ত ব্যবহারকারীদের এক মাসের বেশি ভ্যালিডিটি চান, তাদের জন্য এটি ভালো বিকল্প হতে পারে। এই রিচার্জ প্ল্যানে পাবেন 84 দিনের ভ্যালিডিটি। আপনাকে প্রতি মাসে রিচার্জ করার বিষয়ে চিন্তা করতে হবে না। এই প্ল্যানে আনলিমিটেড কলিং, মোট 6GB ডেটা, এবং 1000টি বিনামূল্যে SMS পাওয়া যাবে। এছাড়া থাকছে জিও সিনেমা, জিও টিভি এবং জিও ক্লাউডে 84 দিনের জন্য সাবস্ক্রিপশন।

Jio 1899 টাকার রিচার্জ

বেশি মেয়াদের জন্য রিচার্জ প্ল্যান খুঁজে থাকলে এটি ভালো বিকল্প হতে পারে। এই প্ল্যানে 336 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এখানে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সম্পূর্ণ 336 দিনের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়া পাবেন 24GB ডেটা, 3600 বিনামূল্যে SMS এবং আনলিমিটেড ভয়েস কলিং। এই প্ল্যানে প্রায় 11 মাস নিরবচ্ছিন্ন পরিষেবা দেওয়ার দাবি করেছে রিলায়েন্স জিও।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন