মোবাইল

সবাই পাবে 5000 টাকা ডিসকাউন্ট, ডুয়েল 50 মেগাপিক্সেল ক্যামেরার Flip ফোন এখন অনেক সস্তায়

Published on:

Infinix zero flip 5g-with-50 megapixel camera on-5000-rupees-discount

ফ্লিপ ফোন কেনার বড় সুযোগ আপনার সামনে। ফ্লিপকার্টে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Infinix Zero Flip 5G বাম্পার ছাড়ে বিক্রি হচ্ছে। এর 8 জিবি র‌্যাম এবং 512 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 49,999 টাকা। তবে ফ্লিপকার্ট থেকে এটি 5 হাজার টাকা কম দামে কেনা যাবে। এরজন্য যেকোনো ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে 2500 টাকা ছাড় দেওয়া হবে।

আবার পুরানো ফোন বদলে Infinix Zero Flip 5G কিনতে চাইলে 48,850 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ অফারের ভ্যালু নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর। চলুন দেখে নেওয়া যাক Infinix Zero Flip 5G-এর ফিচার ও স্পেসিফিকেশন

WhatsApp Community Join Now

Infinix Zero Flip 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

ইনফিনিক্স জিরো ফ্লিপ 5G ফোনে 1080×2640 পিক্সেল রেজোলিউশনের 6.9-ইঞ্চি LTPO অ্যামোলেড ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। সাথে 3.64 ইঞ্চির আউটার AMOLED ডিসপ্লে পাওয়া যাবে। এতে 8 জিবি র‌্যাম ও 512 জিবি ইন্টারনাল স্টোরেজ উপস্থিত। পারফরম্যান্সের জন্য এতে মালি-G77 MC9 জিপিইউ সহ ডাইমেনসিটি 8020 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এলইডি ফ্ল্যাশসহ ডিভাইসের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান।

এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 50 মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা পাওয়া যাবে। এতে 4720mAh ব্যাটারি দেওয়া হবে, যা 70W আল্ট্রাফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক XOS 14.5 কাস্টম স্কিনে চলবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে 5G এসএ/এনএসএ, ডুয়েল ফোরজি ভোল্টি, ব্লুটুথ 5.2, জিপিএস, ইউএসবি টাইপ-সি এবং এনএফসি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন