এই মুহূর্তে ফোল্ডেবল স্মার্টফোন কিনতে চাইলে OnePlus Open Apex Edition বেছে নিতে পারেন। কারণ এই প্রিমিয়াম ফোল্ডেবল ফোনটি এখন অফারের সাথে পাওয়া যাচ্ছে। ক্রেতারা যদি অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে এই ফোনটি অর্ডার করেন, তবে তারা প্রায় 20 হাজার টাকা মূল্যের OnePlus Watch 2 বিনামূল্যে পাবেন। আবার এর সাধারণ ভার্সন অর্থাৎ OnePlus Open বিক্রি হচ্ছে 40 হাজার টাকা ছাড়ে।
OnePlus Open সিরিজের স্মার্টফোনে অফার
ওয়ানপ্লাস ওপেন অ্যাপেক্স এডিশন এর 16 জিবি র্যাম ও 1 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজন থেকে 149,999 টাকায় কেনা যাবে। এর সাথে ওয়ানপ্লাস ওয়াচ 2 বিনামূল্যে পাওয়া যাবে, যার দাম প্রায় 19,999 টাকা। এদিকে ওয়ানপ্লাস ওপেন এর 16 জিবি র্যাম সহ 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম 139,999 টাকা হলেও এটি এখন 99,999 টাকায় বিক্রি হচ্ছে। উভয় ডিভাইসের সাথে আলাদাভাবে এক্সচেঞ্জ ডিসকাউন্ট মিলবে।
OnePlus Open এর স্পেসিফিকেশন
ওয়ানপ্লাস ওপেন ফোল্ডেবল ডিভাইসের ভিতরের দিকে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট সহ 7.82-ইঞ্চি LTPO3 ফ্লেক্সি-ফ্লুইড AMOLED ডিসপ্লে আছে। আর বাইরে দেখা যাবে 6.31 ইঞ্চি OLED ডিসপ্লে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং 2800 নিটস পিক ব্রাইটনেস ও ডলবি ভিশন সাপোর্ট করে। এটি অক্সিজেনওএস 14 এবং স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর দ্বারা চালিত হয়।
ক্যামেরা সেটআপের কথা বললে ওয়ানপ্লাস ওপেনে 64 মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 48 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং হ্যাসেলব্ল্যাডের ব্র্যান্ডিং আছে। কভার ডিসপ্লেতে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ভিতরে প্রাইমারি ডিসপ্লেতে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। এতে 4805mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।