আপনি যদি পুরনো টিভি আপগ্রেড করার কথা ভাবেন, তাহলে আপনার জন্য সেরা অফার নিয়ে হাজির হয়েছে ই-কমার্স সাইটগুলি। মাত্র 13 হাজার টাকায় বাড়ি আনতে পারবেন 43 ইঞ্চি স্মার্ট টিভি। নতুন বছরে 50% এর বেশি ছাড় পাওয়া যাচ্ছে টিভির উপর। শুধু টিভি নয়, কম দামে মিলবে হোম থিয়েটারও। অ্যামাজনে গুগল এবং অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে দুর্দান্ত নববর্ষের অফার পাওয়া যাচ্ছে।
ই-কমার্স সাইট অ্যামাজনে Xiaomi, TCL, Samsung, Acer, Sony, LG এবং Hisense-সহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট টিভিতে দুর্দান্ত ডিল রয়েছে। ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি, পাবেন ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ ডিলের সুবিধাও। সমস্ত অফারগুলি একত্রিত করে বেশ কম দামে স্মার্ট টিভির স্বাদ মেটাতে পারবেন।
কোন টিভিতে কত ছাড় জানুন
TCL এর 40 ইঞ্চি মেটালিক বেজেল-লেস স্মার্ট টিভিতে রয়েছে অফার। 40 ইঞ্চি ডিসপ্লে এবং 60Hz রিফ্রেশ রেট রয়েছে এই টিভিতে। মিলবে দুটি HDMI পোর্ট এবং একটি USB পোর্ট। এর আসল দাম 35,990 টাকা। বর্তমানে এটি 53 শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। তাই আপনি এটি মাত্র 16,990 টাকায় কিনতে পারবেন। এছাড়াও, Amazon নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে 2,000 টাকার ইনস্ট্যান্ট ছাড় রয়েছে।
TCL এর 43 ইঞ্চি মেটালিক বেজেল-লেস স্মার্ট টিভির আসল দাম 52,990 টাকা। তবে এটি এখন 59% ছাড় সহ পাওয়া যাচ্ছে। অর্থাৎ এটি কিনতে পারবেন 21,990 টাকায়। এতে রয়েছে 4K আল্ট্রা এইচডি ডিসপ্লে, 65 ইঞ্চি এবং 75 ইঞ্চি ডিসপ্লের বিকল্প। সাথে একটি শক্তিশালী 24 ওয়াট সাউন্ড আউটপুট, 3টি HDMI পোর্ট, একটি USB পোর্ট, একটি ইথারনেট পোর্ট এবং একটি হেডফোন আউটপুট।
Acer এর 43 ইঞ্চি Pro সিরিজ 4K স্মার্ট টিভি কিনতে পারবেন মাত্র 21,999 টাকায়। এটির আসল দাম 46,999 টাকা। এতে রয়েছে 60Hz রিফ্রেশ রেট, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাইও সাপোর্ট, সংযোগের জন্য 3টি HDMI পোর্ট-সহ একাধিক USB পোর্ট। এছাড়া মিলবে 30 ওয়াট সাউন্ড আউটপুট, ডলবি ভিশন সাপোর্ট।