রিয়েলমি গত বছরের ডিসেম্বরে চীনে Realme Neo 7 লঞ্চ করেছিল৷ এই স্মার্টফোনে Dimensity 9300+ প্রসেসর এবং 7,000mAh ব্যাটারি রয়েছে। ফোনটি ভারতেও আসতে চলেছে বলে খবর। আবার Realme Neo 7 SE নামে একটি নতুন মডেল Dimensity 8400 Max প্রসেসর সহ ফেব্রুয়ারিতে লঞ্চ হওয়ার জল্পনা শোনা যাচ্ছে। এছাড়াও, বিভিন্ন সূত্রের দাবি, এই সিরিজে আরও মডেল লঞ্চ হতে পারে। যার মধ্যে একটি হল Realme Neo 7 Pro।
Realme Neo 7 Pro ফোনের স্পেসিফিকেশন ফাঁস
জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের ওয়েইবো (মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) পোস্ট থেকে আপকামিং রিয়েলমি ফোনের স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। এটি Neo 7 SE মডেলটির পর বাজারে আসতে পারে। এই ডিভাইসগুলির মধ্যে একটিতে 1.5K রেজোলিউশন সহ কোয়াড কার্ভড ওলেড প্যানেল থাকবে। এতে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট মিলবে বলে বলে আশা করা হচ্ছে। ফোনটি 120W ফাস্ট চার্জিং সহ 6,500mAh ব্যাটারি পেতে পারে।
রিয়েলমির দ্বিতীয় ফোনটির ডিসপ্লে হবে আরও বড়। এতে 1.5K রেজোলিউশনের সাপোর্ট যুক্ত ওলেড প্যানেল ব্যবহার হবে। ফাস্ট পারফরম্যান্সের জন্য ডিভাইসটি ডাইমেনসিটি 9400 প্লাস চিপসেট দ্বারা পরিচালিত হতে পারে। দুই ফোনই Neo 7 সিরিজের অধীনে আসতে পারে। যার মধ্যে একটির নাম হবে রিয়েলমি নিও 7 প্রো। স্মার্টফোনটি মার্চের পর লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, রিয়েলমি 14 প্রো সিরিজ 16 জানুয়ারি ভারতে আসছে। তার আগেই অবশ্য গতকাল রিয়েলমি 14 প্রো+ চীনে লঞ্চ হয়েছে। এই ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন সহ ওলেড ডিসপ্লে, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 50+8+50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সিস্টেম, Snapdragon 7s Gen 3 প্রসেসর, 80W ফাস্ট চার্জিং, ও 6,000mah ব্যাটারি রয়েছে।