অটোকার

মধ্যবিত্তের জন্য সুন্দর গাড়ি লঞ্চ করল Tata, বাজেটের মধ্যে পাবেন দারুণ সব ফিচার্স

Published on:

2025 tata tigor tigor ev launched price rs 5 99 lakh

2025 সাল শুরু হতেই Tata Motors তাদের দুই জনপ্রিয় বাজেট গাড়ির নতুন সংস্করণ প্রকাশ করল। নতুন Tiago লঞ্চ হয়েছে আগেই। এবার বাজারে এল নতুন Tiago পেট্রল ও Tiago EV। এই কম্প্যাক্ট সেডানের দাম শুরু হচ্ছে 5,99 লক্ষ টাকা থেকে। যেখানে ইলেকট্রিক ভার্সনের মূল্য 7.99 লক্ষ টাকা (এক্স-শোরুম)। চলুন দেখে নিই, Tata Tiago রেঞ্জ কী কী আপডেট পেয়েছে।

2025 Tata Tiago রেঞ্জ স্পেসিফিকেশন ও ফিচার্স

নতুন টাটা টিগোর তার সামগ্রিক ডিজাইন ধরে রেখেছে। কিন্তু কিছু স্টাইলিং এলিমেন্টে উপাদানে পরিবর্তন আনা হয়েছে। যেমন টিগোর-এ সামনের এবং পিছনের বাম্পারগুলির সাথে পরিবর্তিত ফ্রন্ট গ্রিল রয়েছে। এটি গাড়িতে নয়া লুক দিয়েছে। এছাড়া, হেডলাইট এবং ডিআরএল সেটআপ সহ সেই পরিচিত ডিজাইন ধরে রাখা হয়েছে।

WhatsApp Community Join Now

অন্যান্য পরিবর্তনগুলি সেডানের ফিচার্সের তালিকায় এসেছে। বেস মডেলটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্ট স্টিয়ারিং হুইল, ফ্যাব্রিক সিট, ISOFIX সিট অ্যাঙ্কর, এয়ারব্যাগ সহ আরও অনেক কিছু পেয়েছে। অন্যদিকে, টপ ভেরিয়েন্টে ওয়্যারলেস স্মার্টফোন কানেক্টিভিটি, 360-ডিগ্রি ক্যামেরা, অটো ওয়াইপার এবং হেডলাইট, ক্রুজ কন্ট্রোল, ও একটি 10.3-ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম যোগ হয়েছে।

কসমেটিক আপডেট ও নতুন ফিচার্স সত্বেও গাড়ির পারফরম্যান্স অপরিবর্তিত। টিগোর পেট্রলে 1.2 লিটার ইঞ্জিন রয়েছে। এটি 84 বিএইচপি ও 113 এনএম টর্ক উৎপন্ন করে। আবার সিএনজি মডেলেও উপলব্ধ এটি। যার আউটপুট 72 বিএইচপি ও 95 এনএম। গিয়ারবক্স হিসাবে রয়েছে ম্যানুয়াল ও অটোমেটিক অপশন। টিগায়ো ইভি 26 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকের সঙ্গে এসেছে যার রেঞ্জ 315 কিলোমিটার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন