মোবাইল

স্মার্টফোনের দুনিয়া তোলপাড় করতে আসছে Vivo X200 Ultra, থাকবে 200MP ক্যামেরা

Published on:

Vivo x200 ultra Design images leaked

Vivo X200 সিরিজ ইতিমধ্যেই বাজারে চলে এসেছে। এই লাইনআপের অধীনে স্ট্যান্ডার্ড X200 এবং X200 Pro চীন ও ভারতে পাওয়া যাচ্ছে। তবে সিরিজের টপ মডেলটির রিলিজ হওয়া এখনও বাকি। আমরা কথা বলছি Vivo X200 Ultra সম্পর্কে। অনেকদিন ধরেই এই ডিভাইসটির সম্পর্কে নানা জল্পনা শোনা যাচ্ছে। এবার এই প্রথম চীনের একটি সার্টিফিকেশন সাইট ফোনটির ডিজাইন ফাঁস করেছে।

Vivo X200 Ultra কেমন দেখতে হবে

চীনা সার্টিফিকেশন ওয়েবসাইট TENAA স্মার্টফোনটির ছবি প্রকাশ করেছে। Vivo X200 Ultra-তে যে ডিজাইন রয়েছে সেটি অনেকটা X200 ও X200 Pro মডেলের মতো। ভিভো এক্স সিরিজ ক্যামেরার জন্য পরিচিত। তাই ব্যাক প্যানেলে বিশাল বাম্প সহ ক্যামেরাটি অনেকটা জায়গা নিয়ে অবস্থান করছে। ডিসপ্লেটি সমতল হলেও প্রোটেক্টিভ গ্লাসে মাইক্রো-কার্ভড এজ দেখা যায়।

WhatsApp Community Join Now

Vivo x200 ultra images leaked

ছবিতে ফোনটির সামগ্রিক ডিজাইন প্রকাশ হলেও, ক্যামেরা লেআউট স্পষ্ট বোঝা যায়নি। আগে একটি প্রতিবেদনে ত্রিভুজাকার বিন্যাসে তিনটি ক্যামেরা সহ ফোনের রেন্ডার প্রকাশ হয়েছিল। এলইডি ফ্ল্যাশটি ক্যামেরা আইল্যান্ডের বাইরে অবস্থিত। সেই ছবিতে জেইসের লোগো ছিল। অর্থাৎ এই ফোনের ক্ষেত্রেও ভিভো ও জার্মান ব্র্যান্ডটির পার্টনারশিপ থাকছে।

রিপোর্ট অনুযায়ী, ভিভো এক্স200 আল্ট্রার তিনটি ক্যামেরার মধ্যে টেলিফটো ক্যামেরা হিসাবে থাকবে একটি 200-মেগাপিক্সেল সেন্সর। এছাড়া, ফোনটিতে একটি 50-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা ও একটি 50-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা মিলবে। উল্লেখ্য, পেরিস্কোপ টেলিফটো ক্যামেরাটি স্যামসাং ISOCELL HP9 সেন্সর হবে বলে শোনা যাচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন